মাইক্রোটিক এর ওপর আগের দেয়া বইটি (RouterOS by Example) জানিনা কতজনের কাজে এসেছে কিন্তু আমার অনেক কাজে এসেছে। একটু ধর্য্য ধরে বইটি পড়ে পড়ে রাউটার দিয়ে কাজ করলে আপনার মাইক্রোটিক সম্পর্কে অনেক ধারণা স্পস্ট হয়ে যাবে এবং অনেক কিছু শিখতে পারবেন। আমার কিছু দিন আগ পর্যন্ত মাইক্রোটিক এর ওপর ট্রেনিং করার ইচ্ছে ছিল কিন্তু বইটি পড়ার পর আমার কাছে মনে হচ্ছে আর ট্রেনিং প্রয়োজন নেই। কারন বইটির সাহায্য+মাইক্রোটিক এর উইকি+মাইক্রোটিক ফোরাম+ইউটিউব তো আছেই। আর কারো যদি এই গুলো ভাল না লাগে তাহলে ট্রেনিং করতে পারেন।
একটি বই পেয়েই খোজা শুরু করলাম আর কোনো বই আছে কিনা। হা মাইক্রোটিক এর ওপর আরো একটি বই পেয়েছি। Learn RouterOS নামের এই বইটি লিখেছেন Dennis M Burgess। ৫১২ পাতার এই বইটিতে বইটি তে অনেক তথ্য পেতে পারেন। আগের বইটির সাথে একে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন।
বইটি এখনো দেখা হয় নি, মাত্রই ডাউনলোড করে তা শেয়ার করে দিলাম।
আমার কাছে মনে হচ্ছে আগের বইটি অর্থাৎ রাউটার ওএস বইটিই সেরা বই। তবে কোনো বইকে ভ্যালু লেস ভাববেন না। এটাতেও এমন কিছু পেয়ে যেতে পারেন যা আগের বইটি তে নেই।
বইটি ডাউনলোড করার জন্য সরাসরি এখানে ক্লিক করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।