টেক টিউনসে লেখা শুরু মাইক্রোটিক দিয়ে এবং এ এই নিয়ে পরপর তিনটি পোস্ট তাও মাইক্রোটিক এর ওপর। আমার তো মনে হয় এবার আমার Mission Mikrotik Possible জাতীয় স্লোগানে চলা হচ্ছে...
কিছুদিন আগে একটি কেনা বেচা সাইটে গিয়ে দেখেছি মাইক্রোটিক রাউটারের Crack ভার্সন কেনা বেচা হচ্ছে। অবাক হলাম ইন্টারনেট যুগের ইউজার গুলা কতই না বোকা যে Crack ভার্সনগুলো ইন্টারনেট হতে ডাউনলোড না করে অন্যের কাছ হতে সেই ভার্সনই কিনে নিচ্ছেন। যাই হোক আপনারা চালাক হবার দরকার নেই। চালাক হলে বোকা থাকবে কারা?
আপনাদের সবার জন্য যারা চালাক হতে চান না তাদের জন্য Mikrotik Router with Crack Version এর কিছু লিংক দিয়ে দিলাম।
এবার আপনার পছন্দ অনুযায়ী যত খুশি মাইক্রোটিক এর ব্যবহার শিখুন। তবে মনে রাখবেন কম্পিউটার ফরমেট দিয়ে অপারেটিং সিস্টেমের ব্যবহার শিখেও কিন্তু বোকারা। কারন ভিমওয়্যার, ভার্চুয়াল পিসি, ভার্চুয়াল বক্স এর মতো অনেক অসাধারণ টুল রয়েছে যা ব্যবহার করে কম্পিউটারের কোনো ক্ষতি না করে সহজেই মাইক্রোটিক/লিনাক্স/উইন্ডোজ/উবুন্তু সহ নানান ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টল সহ ব্যবহার শিখতে পারবেন। যাই হোক মূল কাজে আসি।
দেখুন নিচে কিছু লিংক দিলাম।
এখান হতে আপনার পছন্দের ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন।
Mikrotik Router Torrent Collection
Mikrotik Router OS 5.20
Mikrotik Router OS 5.20
Mikrotik Router OS 3.22
দেখুন কোন লিংকটি আপনার কাজে আসে। আশা করি এইবার আপনি মাইক্রোটিক এর বস হতে পারবেন খুব সহজেই। আর গুগলটারে একটু গুতা মারেন নাহলে মাইন্ড কইরা বইসা থাকবো।
শতর্কতাঃ টরেন্ট ফাইল সহ Crack ফাইলসমূহ সবসময় নিজের রিস্ক নিয়ে ব্যবহার করতে হয়।
এর জন্য টেকটিউনস বা আমি বা অন্য কেউ দায়ী থাকবে না। আমি আমার রিস্কে ডাউনলোড সহ ব্যবহার করা শিখে নিয়েছি। এবার আপনার পালা! আপনি সাহসী কিনা প্রমান করুন।
বিঃ দ্রঃ টেকটিউনস এডমিন/মডারেটরদের প্রতি, আমার এই তিনটি পোস্ট যে রকম, এরকম পোস্ট কি দেয়া যাবে? কোনো বিধি-নিষেধ আছে কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।