প্রতিপক্ষের মাঠে ১৮ মিনিটেই স্ট্রাইকার ড্যানিয়েল ওয়েলবেকের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ইকুয়েডরের মিডফিল্ডার আন্তোনিও ভ্যালেন্সিয়ার কাছ থেকে পাস পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ওয়েলবেকের দিকে বল বাড়ান বেলজিয়ান মিডফিল্ডার মারোয়ানি ফেলাইনি। গোলপোস্টের ছয় গজ দুরে দাঁড়িয়ে ঠিকানা খুজে নিতে কোনো সমস্যা হয়নি ওয়েলবেকের।
এগিয়ে যাওয়ার পরও আক্রমণ অব্যহত রাখে ইংল্যান্ডের সফল দলটি। কিন্তু আক্রমণ ভাগের ব্যর্থতায় ব্যবধান বাড়েনি।
তবে বিরতির পর দেখা যায় ম্যাচের উল্টো চিত্র। বল দখলে রেখে আক্রমণে মনোযোগী হয়ে ওঠে স্বাগতিকরা।
এরই মাঝে অসাধারণ এক রেকর্ডের সাক্ষী হলো স্টেডিয়ামের দর্শকেরা। ৬৫ মিনিটে ফেলাইনির বদলে মাঠে নামেন ওয়েলস মিডফিল্ডার রায়ান গিগস। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১৪৫ ম্যাচ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
আগের রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রাউল গনসালেসের।
তবে রেকর্ড গড়ার দিনে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় গিগস ও তার সতীর্থদের। ৭৬ মিনিটে ১০ গজ দুর থেকে ম্যান ইউয়ের জালে বল জড়ান ব্রাজিলের ফরোয়ার্ড টাইসন। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ম্যান ইউকে।
মৌসুমের শুরুতে থেকেই নতুন কোচ ময়েসের অধীনে ম্যানচেস্টারের এই ক্লাবটি আশানুরূপ ফল পাচ্ছে না।
ইপিএলের ৬ ম্যাচ থেকে মাত্র ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার রাতে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে স্পেনের রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে জার্মানির বেয়ার লেভারকুসেন।
স্বাগতিকদের পক্ষে গোল দুটি করেছেন দুই মিডফিল্ডার সিমোন রোলফেস ও জেনস হেজেলার। আর সোসিয়েদাদের একমাত্র গোলটি মেক্সিকো ফরোয়ার্ড কার্লোস ভেলার।
মূল্যবান দুই পয়েন্ট হারালেও দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ম্যানইউ।
সমান চার পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে শাখতার। আর তিন পয়েন্টি নিয়ে তিন নম্বরে আছে লেভারকুসেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।