দীর্ঘ প্রতিক্ষার পর আজ বৃহস্পতিবার মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রস্তাবিত থ্রিজি প্যাকেজ বা মূল্য তালিকা অনুমোদন দিচ্ছে বিটিআরসি। আগামী রবিাবর থেকে থ্রিজির বাণিজ্যিক সেবা গ্রাহক পর্যায়ে চালু করতে পারবে অপারেটররা।
জানা গেছে, বৃহস্পতিবার থ্রিজি প্যাকেজ অনুমোদন দেয়া হবে। এরপর চাইলেই অপারেটরা থ্রিজি সেবা চালু করতে পারবে। তবে কখন সেটি চালু হবে তা একান্তই অপারেটরদের বিষয়।
এদিকে, গ্রামীণফোন ও রবি চলতি মাসের প্রথম সপ্তাহে এ সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অন্য কোম্পানিগুলোও চলতি মাসেই আসতে চায়। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও থ্রিজির ভয়েস কল ও ইন্টারনেটের প্রস্তাবিত মূল্য তালিকার অনুমোদন না পাওয়ায় অপারেটররা এ সেবা চালু করতে পারেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।