আমাদের কথা খুঁজে নিন

   

জুভেন্টাসকে রুখে দিল গালাতাসারাই

প্রতিপক্ষের স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে ডিফেন্ডার লিওনারো বোনুচ্চির ভুলে বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি গালাতাসারাইয়ের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। গোলরক্ষক বুফ্ফনকে পরাস্ত করে বল জালে বল জড়ান আইভরি কোস্টের এই তারকা।
পিছিয়ে পড়া জুভেন্টাস দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও সুপরিকল্পিত আক্রমণের অভাবে সুযোগ হাতছাড়া হতে থাকে। অবশেষে ৭৮ মিনিটে চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালের সফল পেনাল্টিতে কাঙ্খিত গোল পায় স্বাগতিকরা।
নয় মিনিট বাদে এগিয়েও যায় জুভেন্টাস।

আর্জেন্টিনার স্ট্রাইকার কার্লোস তেভেজের শট প্রতিপক্ষের দেয়ালে বাধা পেলেও বল দখলে নিয়ে দারুণ এক ক্রস করেন তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। ঐ ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড ফ্যাবিও কুয়েগলিয়ারেল্লা।
কিন্তু পরের মিনিটেই দ্রগবার পাস থেকে গোল কেরে সমতা আনেন তুরস্কের ফরোয়ার্ড উমুত বুলুত।
প্রথম রাউন্ডে কোপেনহেগেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জুভেন্টাস। দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তুরিনোর এই দলটির।

শীর্ষে আছে স্পেনের রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ক্রিস্টিয়ানো রোনালদো ও আনহেল ডি মারিয়ার জোড়া গোলে কোপেনহেগেনকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন ও গালাতাসাইয়ের পয়েন্ট ১।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।