শংখ্যনীল কারাগারের আকাশে-বাতাসে নতুন বন্দী বরনের আয়োজন আর আমি ব্যাস্ত নিজের আখের গুছিয়ে নেয়ার কাজে।চোখে-মুখে স্বপ্ন এ কারাগার থেকে চিরমুক্তির। কবে পাবো সে মুক্তি? কবে হবে সকল দুঃখের অবসান? কবে শেষ হবে অহেতুক বঞ্চনার গুঞ্জন? আর কতকাল চেয়েচেয়ে অন্যায়কে মুখবুজে সয়ে যাবো? আর কতকাল মিছে অহংকারের প্রহসন দেখে যাবো? আমি যে ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি! তাই আজ সৃষ্টিকর্তার কাছে করজোড়ে এই প্রার্থনা করি-যে বা যারা আমাকে আর আমার মতো নাম নাজানা আরো নির্দোষকে আদালতের পবিত্র প্রাঙ্গণে প্রহনের বিচারে অকারণে যাবতজীবণ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলো,বঞ্চিত করলো ন্যায্য বিচারের হক থেকে,বিনা বিচারে সমূলে উপড়ে ফেলেছে সদ্য অংকুরিত মহাত্মার চারগাছকে- আমি যেন সেইসব পাপিষ্ঠদের জনতার আদালতে কঠিমতম শাস্তি পেতে দেখে যেতে পারি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।