আমাদের কথা খুঁজে নিন

   

Walton F2 হ্যান্ডস অন রিভিউ

অবশেষে নিয়েই নিলাম ওয়ালটন প্রিমো F2. ভাবলাম আমার মতো অনেকেই বেশ দ্বিধায় আছেন কোন ব্র্যান্ড, কোন মডেল নিবেন। তাই ভাবলাম ইদানিং যে ফোন গুলো ব্যাবহার করেছি সে সবের উপর ছোট খাটো ইউজার রিভিউ লিখে সবাইকে সিদ্ধান্ত নিতে সাহায্য করা যাক।
ওয়ালটন primo F 2 কনফিগারেশনঃ ১.৩ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর আর মালি ৪০০ জিপিইউ। বিল্ট ইন ৪ গিগা মেমোরী এবং ৫ মেগা পিক্সেল ক্যামেরা (ফোনে লিখা ৩.২ মেগাপিক্সেল)। র‍্যাম ৫১২ জেলীবিন, ৪.২.২।


বিল্ড কোয়ালিটিঃ দেশি সকল ব্র্যান্ড এর মধ্যে আমার কাছে ওয়ালটনের বিল্ড কোয়ালিটিটাই বেটার মনে হয়, এ বিশ্বাসের আস্থা ওয়ালটন রেখেছে এফ টু তেও। বিল্ড কোয়ালিটি নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট।
ব্যাটারীঃ ৪ ইঞ্চি ( ৪৮০x৮০০ Wvga ) আর ২৩৪ পিক্সেল পার ইঞ্চি ডিস্প্লের জন্যে দেয়া আছে ১৭০০ মিলি এম্পিয়ার ব্যাটারী। খুব বেশি না হলেও খুব কম কিন্তু না ! গতকাল দুপুরের চার্য দিয়ে মাঝারী মানের ব্যাবহার করে, অর্থাৎ ঘন্টাখানেক গেমস ২-৩ ঘন্টা গান শোনা আর স্বাভাবিক ফোনে কহতা বলার পর আমার মোবাইলে এখনো ৫২% রয়েছে। ( ১ দিন ৯ ঘন্টা ২১ মিনিট)
সেন্সরঃ লাইট সেন্সর, এক্সসিলিরোমিটার, ওরিয়েন্টেশন।


ক্যামেরাঃ জঘন্য,এক কথায় খুবই খারাপ। আমার কাছে মোবাইলটার এটাই সবচে বড় সমস্যা মনে হয়েছে। ছবি তোলার পর বেশির ভাগ ক্ষেত্রেই ফেটে যায়। অবশ্য ৬৯৯০ টাকায় আপনি এরচে বেশি আর কিইবা চাইতে পারেন।
সাউন্ডঃ ডিসেন্ট বাট নট দ্যা বেষ্ট।

হেডফোনঃ ওকে,  মোটামুটি গ্রহনযোগ্য। টাচ রেস্পন্সঃ রেস্পন্সিভ, ফ্লুইড।
আমার মতামত- আপনার যদি মোবাইলে ক্যামেরা ব্যাবহার খুব একটা দরকারি না হয় তবে বাজেট ফোন এবং সাথে ভালো বিল্ড কোয়ালিটির নিশ্চয়তা চাইলে Walton Primo F2 আপনার জন্যে।
We live in the era of the smart phones and stupid people.

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।