একটি নোটবুক। যেখানে রয়েছে একজন নারীর ফেলে আসা জীবনের অনেক অধ্যায়ের কথা। ভালোবেসে বিয়ে করা মানুষটি হঠাৎ বদলে যায়। তাকে মেরে ফেলার জন্য সন্ত্রাসী ভাড়া করেন মেয়েটির স্বামী। 'নোটবুক' নামে ঈদের একটি বিশেষ টেলিফিল্মে নির্যাতিত মেয়েটির ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি।
বিশিষ্ট সাংবাদিক ও নাট্যনির্মাতা রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে ঢাকা, সৈয়দপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন লোকেশনে।
নোটবুকের গল্পে দেখা যাবে পপির জীবন চরম হুমকির সম্মুখীন। তার স্বামী ভালোবাসার মানুষ এখন পরকীয়ায় আসক্ত। এই নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে পপির বনিবনা হচ্ছিল না। শেষমেশ পপিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তার স্বামী।
পপি একদিন সৈয়দপুরে তার খালার বাসায় বেড়াতে যায়। কৌশলে তার সঙ্গে একই বাসে হুমায়ূন আহমেদের হিমু সাজিয়ে এক সন্ত্রাসীকে সৈয়দপুর পাঠিয়ে দেয় পপির স্বামী। তারপর ঘটতে থাকে একের পর এক শ্বাসরুদ্ধকর ঘটনা।
টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, গুণী নির্মাতা রেজানুর রহমানের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। দীর্ঘদিন আমরা দুজনেই সুযোগ খুঁজছিলাম একটি ভালো কাজ করার।
ব্যাটে-বলে মিলছিল না। এবার হঠাৎ করেই সুযোগটা মিলল। টেলিফিল্ম 'নোটবুকে'র কাহিনী অসাধারণ। একেবারেই পারিবারিক ঘটনা। দেখে মনে হবে, আমার-আপনার সবার জীবনেই কোনো না কোনোভাবে এমনটি ঘটেছে।
টেলিফিল্মটিতে পপি ছাড়াও অভিনয় করেছেন সুমনা সোমা, শাহাদাৎসহ আরও অনেকে। উল্লেখ্য, এটিএন বাংলায় ঈদের বিশেষ টেলিফিল্ম হিসেবে এটি নির্মিত হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।