ভারতের রাজনীতিতে আবারও বিতর্কের কেন্দ্রে নরেন্দ্র মোদি। তার সাম্প্রতিকতম মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। আর সেই মন্তব্যটা শৌচালয় নিয়ে!
দিল্লির এক সভায় মোদি উপস্থিত সবাইকে এক রকম অবাক করে দিয়ে বলেন, আমার পরিচয় তো হিন্দুত্ববাদী নেতার। আমার ভাবমূর্তির সঙ্গে খাপ না খেলেও আমি বলার সাহস রাখি প্রথমে শৌচালয়, পরে দেবালয়।
আর এ মন্তব্য বেশ বিড়ম্বনায় ফেলেছে মোদী-শিবিরকে। কারণ প্রায় বছরখানেক আগে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ ঠিক একই ধরনের মন্তব্য করে বিজেপি ও সঙ্ঘ পরিবারের রোষের মুখে পড়েছিলেন। সে দিন জয়রামও মোদীর সুরেই বলেছিলেন, দেবালয়ের থেকে অনেক বেশি পবিত্র কাজ শৌচালয় নির্মাণ।
তবে কংগ্রেস নেতাদের বক্তব্য, তার উপরে চেপে বসা সাম্প্রদায়িক তকমা ঝেড়ে ফেলতেই মোদী এ ধরনের মন্তব্য করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।