কখনো সুরের ছন্দ মেলেনা,তো কখনো তাল তবু গেয়ে যেতে হয় মিলিয়ে সাথে সময়ের সুর-তাল!
নাম না জানা বেশ অচেনা
তবু খানিকটা চেনা কিছুটা জানা!
শরৎ কিছুটা এমনই,
শ্রাবণের রেখে যাওয়া কিছু গল্পের
শেষাংশের শেষটুকু জানা-জানার
হাওয়ায় দুলিয়ে যায় শুধু!
সেই শেষাংশে অনেক কথা থাকে
এতো কথা যে গল্প বদলে উপন্যাস হয়ে যায়,
সে উপন্যাসে থাকে,রাগ-অনুরাগ আর অনুভূতির লুকোচুরি
মেঘ-রোদ্দুরের লুকোচুরির মতো অনেকটা ।
সেই শেষাংশে ভুরদুপুরে কাশফুল দোলে খুব
সাদা কাশফুলের শুভ্রতা যেয়ে মিশে অসীম নীলে
সেখানে নীল,কথা বলে কি যেনো
সাদা বুঝতে পারে খু্ব,তবে থাকে নিরুত্তর!
সাদা-নীলের সেই কথপোকথন
গল্পের শেষটা রেখে যায় আধেক আলাপন
তাই গল্পটা আর শেষ হয় না
গল্পের শেষাংশে এসে লেখক আর সুর খুঁজে পায় না!
তাই গল্পটা রয়ে যায় অসমাপ্ত
গল্পের নাম রয়ে যায় অজানা
গল্পটা হয়ে থাকে,খানিকটা চেনা আর কিছুটা জানা!
কেমন আছে প্রিয় ব্লগের সবাই? অনেকদিন পর আসলাম.. মাঝে ডেঙ্গু জ্বর হয়েছিলো! খুব মনে পড়তো বাট আসার মতো অবস্থা ছিলো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।