আমাদের কথা খুঁজে নিন

   

::TICFA vs BANGLADESH:: নিজস্ব বিশ্লেষণ..আপনাদের মতামত কি?

ভিন্নমতের কারণে বিরোধে জড়ানো মূর্খতার পরিচয়। আমেরিকার কথা আর কি বলব। তারা এতটা মহান হয়নি যে বাংলাদেশে কোন শ্রমিক নেতা মারা গেলে তারা স্বার্থ ছাড়াই আহা উহু করবে। একজন ডক্টর ইউনুসের বা গ্রামীণ ব্যাংকের জন্য হিলারি ক্লিনটনের মত নেতা বাংলাদেশে অফিসিয়াল ভিজিট করবে। কিংবা অসহায় শ্রমিকরা মারা গেলে তারা হুমকি দিয়ে জিএসপি সুবিধা বাতিল করবে।

তারা এতটাও নিশ্চই উদার হয়নি যে আমাদের সৈন্যদের তারা প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত অস্ত্র সরবরাহ করে যুগের সাথে তাল মিলিয়ে শেখাবে (যদিও নামটা তার TICFA (Trade and Investment Cooperation Framework Agreement)) আহা, কি চমৎকার দেখা গেল, তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের সুবিধার্থে বানিজ্য চুক্তি করবে। বাংলাদেশ এর চেয়েও অনেক বড় বড় জাতীয় ও আন্তর্জাতিক সমস্যায় নিমজ্জিত হয়ে আছে। সীমান্ত হত্যা, নদীর ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে রাখা, বানিজ্য বাধা, বানিজ্য ঘাটতি, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, মাদক চোরাচালানি, ছিটমহল, সমুদ্র বিরোধ আরো কত। শুধু ভারতের সাথেই সমস্যার কথা বললেই শেষ হবে না। লাখ লাখ রোহিঙ্গাদের মানবাধিকারও তাদের চোখে আসে না।

বাংলাদেশ যে অদূর ভবিষ্যতে পানিতে তলিয়ে যাচ্ছে এটাও কি তাদের চোখে পড়ে না? তারা কি একবারও বলেছে, এই ভারত, আর কোন ফেলানী হত্যার দৃশ্য যাতে না দেখি। দেখলে তোদের সাথে পরমাণু চুক্তি বাতিল করে দিব। তোদের পোশাক নিব না। এই মায়া, আর একজন রোহিঙ্গাকে মারলে তোর খবর আছে.... গণতন্ত্র, মানবাধিকার, সুশাসনের ধারক, বাহক ও ““সঞ্চালক”” আমেরিকা কি বলেছে নাকি একবারো এসব কথা!! তাদের সমস্যা তাহলে কি? ভাই একটা কথা আছে। আপনার সাথে আমার সমস্যা।

আমি কিন্তু সরাসরি আপনাকে থাপ্পর মারব না পাছে লোকে আমাকে খাড়াপ বলে। দরকার কি! আমার হাতে গুলি হিসেবে তো গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ইত্যাদি ইত্যাদি থাকছেই। আর এগুলো ফুটানোর জন্য তো IMF, ADB বা WB এর মত অস্ত্র আমার হাতের মুঠোয়। তাহলে কি বলব আমি? ভাই দেখেন, আপনার ঘরে কিন্তু মানবাধিকার নাই, আপনি কিন্তু সুশাসন কায়েম করছেন না, আপনি কিন্তু শ্রমিকদের মারধোর করছেন, তাদেরকে ট্রেড ইউনিয়ন করতে দিচ্ছেন না, পদ্মা সেতুতে দুর্নীতি করছেন...... এখন বলেন, আপনি কি TICFA চুক্তি করবেন? (:::কয়েকদিন আগে ড্যান মজিনা বলেছেন, আমেরিকা বাংলাদেশের সাথে TICFA চুক্তি “করবে”। বাকিটা মিলাতে কারো কষ্ট হওয়ার কথা না।

আপনি কি চান বাংলাদেশকে আরেকটি পাকিস্তান হওয়ার দৃশ্য দেখতে?) (SAY "NO" to "TICFA") ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।