আমাদের কথা খুঁজে নিন

   

গুগুল এডসেন্সকে পছন্দ না করার গুলি!

অনলাইন বিজ্ঞাপণে গুগল এডসেন্সকে অনলাইন বিজ্ঞাপণের রাজা বললেই ভুল হবে না । কিন্তু ৭টি কারণে আমি গুগল এডসেন্সকে পছন্দ করি না।
১. কম ক্লিক রেট সিপিসি
গুগুলের ক্কিক রেট খুবই কম, যদি আপনি আমেরিকা (USA) কিংবা ওয়েষ্টার্ন ইউরোপ এর নাকগরিক না হন। তাহলে বড় ধরণের আয় করা খুবই কঠিন। অসম্ভব প্রায়।

এক্ষেত্রে ইন্ডিয়ান ব্লগার –

ব্যতিক্রম। উন্নত দেশগুলোর ক্লিক (CPC) রেট ১ ডলার থেকে ২ ডলার কখনো আরো বেশী। কিন্তু আমাদের মতো দেশে CPC রেট ০.০১ থেকে ০.০৫ ডলার পর্যন্ত। একবার চিন্তা করে দেখুন আপনি যদি, প্রতিদিন ৫০০-১০০০ ডেইলি ভিজিটর পান, তহালে আপনার প্রতিমাসে ইনকাম (Monthly income)  কত হতে পারে? বড় জোর – ২০ থেকে ২৫  ডলার। এ ব্যপারে আপনার মতামত কি?
২. এডসেন্স ভিজিটরদের ওয়েব সাইট থেকে দূরে সরিয়ে দেয়:
কিভাবে? যখন একজন পাঠক (reader), আপনার ওয়েব সাইটের এডসেন্স এডএ ক্লিক করে।

ঠিক তখনই ভিজিটর আপনার ওয়েব সাইটি ছেড়ে অন্য ওয়েব সাইটে চলে যায় । কারণ এডসেন্স এড সিপিসি বেজড হওয়ার কারণে, ভিজিটর আপনার সাইট ত্যাগ করে। নোট: এডসেন্স এড কখনো নতুন ট্যাবে চালূ হয়না।
৩. এডসেন্স একাউন্ট অনুমোদন পদ্ধতি:
বর্তমানে এডসেন্স একাউন্ট অনুমোদন করানো খুবই কঠিন। গুগুল বিভিন্ন ভাবে তাদের অনুমোদন পদ্ধতি (Approval system) অনেক কঠিন করে ফেলা হয়েছে।

একটি ব্লগের বয়স ৬ মাস থেকে এক বছর এবং সব ধরণের নিয়ম ফলো করা সত্ত্বেও, আপনি যে একটি সোনার হরিণ এডসেন্স একাউন্ট পাবেন তার কোন গ্যারেন্টি নেই।
৪. এক গাদা নিয়ম কানুন:
যারা এডসেন্স একাউন্টের জন্য আবেদন করবেন। তাদের অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নিবেন। এক গাদা নিয়ম নীতির সব গুলোই আপনাকে ফলো করতে হবে তা না হলে আজীবনের জন্য ব্যান খাবেন। আর একবার এডসেন্স একাউন্ট ব্যান হলে, তা আর কখনো ফিরে পাবেন না।


৫. নিকৃষ্ট মানের ইমেল সাপোর্ট সিসটেম:
গুগল অনলাইন বিজ্ঞাপণ জগতের রাজা হলেও, তাদের সাপোর্ট সিষ্টেম খুবই নিন্মমানের। কখনো কখনো ইমেল রিপ্লে দিতে ৩-৫ দিন পর্যন্ত সময় নেই। আবার কখনো কোন রিপ্লে পাওয়াই যায় না। ইমেল রিপ্লে পাওয়ার জন্য আরেকটি সাপোর্ট মেইল এর প্রয়োজনও পড়তে পারে।
৬. আজীবন নিষিদ্ধ/ব্যান:
একবার ব্যান করলে! সব শেষ।

কোন দিনই সোনার হরিণ এডসেন্স একাউন্ট ফিরে পাবেন না।
৭.  জটিল পেইমেন্ট সিস্টেম:
উপরের সকল কারণ ছাড়াও আরেকটি সমস্যা হচ্ছে পেইমেন্ট সিস্টেম। এডসেন্সের পেইমেন্ট সিসন্টেম অনেক জটিল। আমাদের দেশে পেইমেন্ট পেতে ২-৩ মাসও লেগে যায়। গুগল প্রতিমাসের আয় পরের মাসে পে করে থাকে।

এর পর চেক হাতে পেতে ৩-৪ সপ্তাহ লেগে যায়। কিন্তু চেক হাতে পাওয়ার সাথে সাথেই যে টাকা হাতে পাবেন না নয়, আপনার চেক ভাঙ্গাতে ৪ সপ্তাহের বেশী লেগে যায়।
আমার নিজস্ব চেক ভাঙ্গাতে ৬০ দিন পর্যন্ত সময় লেগেছে।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।