এবার অপনার স্মার্টফোনের মাধ্যমেই জানতে পারবেন মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্পের আগাম খবর। অধিকাংশ স্মার্টফোন এবং ল্যাপটপে এমন এক সংবেদনশীল সাড়া পাওয়া
ঝড়-সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আগেভাগে পেয়ে যাওয়ায় মানুষ ওসব থেকে নিজেদের রক্ষা করার ব্যাপারে আগাম তৎপরতা চালাতে পারে। কিন্তু ভূমিকম্পের ব্যাপারে মানুষকে এখনও অসহায়ের মতো নিয়তির ওপর নির্ভর করতে হয়। কখন কোথায় ভূমিকম্প সংঘটিত হতে যাচ্ছে তা কেউই জানে না।
তবে নতুন এক গবেষণায় বলা হচ্ছে, অধিকাংশ স্মার্টফোন এবং ল্যাপটপে এমন এক সংবেদনশীল সাড়া পাওয়া গেছে, যা আপনাকে মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্পের আগাম খবর দিতে সক্শম।
এ বিষয়ে গবেষকরা জানান, জনাকীর্ণ শহরগুলোতে ভূকম্পন-সংক্রান্ত তথ্য-উপাত্তগুলোকে আরও বিশদভাবে ব্যাখ্যা করতে পারে এ ডিভাইস।
***আরো মজার মজার খবর পড়তে এখানে ক্লিক করুন***
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।