আমাদের কথা খুঁজে নিন

   

রামদেবের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ

শনির রাহু যেন পিছু ছাড়ছে ভারতের ধর্মীয় যোগগুরু রামদেবের। লণ্ডনের হিথরে এয়ারপোর্টে আটকের পর এবার তার বিরুদ্ধে ২০ কোটি রুপি শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে নিজ দেশে। ভারতের কেন্দ্রীয় শুল্ক কর্মকর্তারা এ অভিযোগ তুলেছেন।

গত বৃহস্পতিবার উত্তরখান্ডে রামদেবের ফার্মে অভিযান চালায় শুল্ক বিভাগের গোয়েন্দারা। শুক্রবার কেন্দ্রীয় শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার আর পি সিং জানান, অভিযানে যোগগুরুর ফার্মের সাবান, হ্যাণ্ডওয়াস, ফেসওয়াসের মতো বেশকিছু কসমেটিক পণ্যে ২০ থেকে ২২ কোটি রুপি শুল্ক ফাঁকির আলামত পাওয়া গেছে।

এ ব্যাপারে শীঘ্রই প্রতিষ্ঠানটিকে নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শুল্ক বিভাগ। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।