আমি একজন আইটি অফিসার
থ্রিজি সেবা চালুর ঘোষণা অনুযায়ী চলছে অপারেটরগুলোর উদ্যোগও। তবে গ্রামীণফোন, বাংলালিংক ও রবি আজিয়াটার থ্রিজি প্যাকেজ ট্যারিফ অনুযায়ী যে তথ্য পাওয়া গেছে তাতে আকাশছোঁয়া মূল্য রাখা হবে। আর তা হলে মধ্যবিত্তের নাগালের বাইরে থেকে যাবে এই সেবা।
অনুমোদিত থ্রিজি প্যাকেজে সবচেয়ে বেশি মূল্য ধরেছে গ্রামীণফোন। আর থ্রিজি তরঙ্গ সেবার গতিতে এগিয়ে আছে রবি আজিয়াটা।
আর ডাটা আদান-প্রদানে তুলনামূলক এগিয়ে রয়েছে বাংলালিংক। গ্রামীণফোন ৩.৯জি নেটওয়ার্ক সেবার ঘোষণা দিয়েও রবির ৩.৫জি তরঙ্গ গতি সেবার চেয়ে পিছিয়ে রয়েছে। প্রস্তাবিত ও অনুমোদিত থ্রিজি ট্যারিফ প্লান অনুযায়ী, মাত্র ১৫ দিনের জন্য এক এমবিপিএস গতির এক জিবি ডাটা আদান-প্রদানের মূল্য ৬০০ টাকা নির্ধারণ করেছে গ্রামীণফোন।
অন্যদিকে বাংলালিংক সমগতির প্যাকেজে ১.২৪ জিবি ডাটা আদান-প্রদানের মূল্য ধরেছে ৫০০ টাকা। আর সবার চেয়ে বেশি ডাটা আদান-প্রদানের অনুমোদন পেয়েছে রবি।
রবি ১ মাসের জন্য দেড় জিবি ডাটা আদান-প্রদানের মূল্য ধরেছে ৩৫০ টাকা। শেষ খবর পর্যন্ত থ্রিজির জন্য ট্যারিফ প্ল্যানে অনুমোদন পায়নি এয়ারটেল বাংলাদেশ। এদিকে প্যাকেজমূল্যে বেসরকারি ৩ অপারেটরের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে সেবায় পিছিয়ে থাকা টেলিটক।
টেলিটক ঘোষিত থ্রিজি প্যাকেজ ‘টেলিটক ইয়ুথ’-এর ৫১২ কেবিপিএস গতির ১ জিবি ডাটা আদান-প্রদানের মূল্য ২৬০ টাকা। অবশ্য বিদ্যমান প্যাকেজে এক মেগাবিট গতির ১ জিবির মূল্য ২৭৫ টাকা।
অনুমোদিত ট্যারিফ প্ল্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বেসরকারি অপারেটরদের এ প্যাকেজ মূল্য মধ্যবিত্তের নাগালের বাইরে। এ প্যাকেজটি উচ্চবিত্তের জন্য।
তাই খুব শিগগিরই তরুণ ও মধ্যবিত্তের জন্য নতুন প্যাকেজের অপেক্ষায় রয়েছে সেলফোন ব্যবহারকারীরা।
তিন অপারেটরের অনুমদিত থ্রিজি প্যাকেজ মূল্য:
বাংলালিংক
১ এম বি পি এস
৫০ মেগাবাইট – ৫০ টাকা – ১৫ দিন
১৫০ মেগাবাইট – ১৫০ টাকা – ১৫ দিন
১.২৪ গিগাবাইট ৫০০ টাকা – ৩০ দিন
২..৪৮ গিগাবাইট ৮৫০ টাকা – ৩০ দিন
৩.৭৮ গিগাবাইট ১০০০ টাকা – ৩০ দিন
৪.৯৬ গিগাবাইট ১১৫০ টাকা – ৩০ দিন
৫.১২ গিগাবাইট ১৩০০ টাকা – ৩০ দিন
১০.২৪ গিগাবাইট ২০০০ টাকা – ৩০ দিন
গ্রামীণ ফোন
৫১২ কেবিপিএস
৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন
১ গিগাবাইট -৪০০ টাকা- ১৫দিন
১গিগাবাইট -৪৫০টাকা- ৩০দিন
২ গিগাবাইট – ৬৫০ টাকা – ৩০ দিন
৪ গিগাবাইট -৯০০টাকা
৫ গিগাবাইট -৯৫০টাকা
৮০০ কেবিপিএস
১ গিগাবাইট – ৫০০ টাকা – ৩০ দিন
৫ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন
১ এমবিপিএস
১ গিগাবাইট – ৬০০ টাকা – ১৫ দিন
২ গিগাবাইট – ৮৫০ টাকা – ৩০ দিন
৩ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন
৪ গিগাবাইট – ১২০০ টাকা – ৩০ দিন
৫ গিগাবাইট – ১৩০০ টাকা – ৩০ দিন
৬ গিগাবাইট – ১৪০০ টাকা – ৩০ দিন
রবি আজিয়েটা
৫১২ কেবিপিএস
২০০ মেগাবাইট – ১০০ টাকা – ৭ দিন
১ এমবিপিএস
১.৫ গিগাবাইট ৩৫০ টাকা – ৩০ দিন
২ এমবিপিএস
২ গিগাবাইট – ৮০০ টাকা – ৩০ দিন
৪ এম বি পি এস
৫.৫ গিগাবাইট – ১১০০ টাকা – ৩০ দিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।