আমাদের কথা খুঁজে নিন

   

পোলাপানে তো আমারে পুরাই নাপিত বানিয়ে ফেলছে!



দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র চুল স্পাইক করে এসেছে, পাড়ার কোন ছোকড়ারা না কি করে দিয়েছে! ওকে প্রথমে বুঝিয়ে বলা হলো যেন এরকম কখনোই না করে, তারপর একটু শাসনের জন্য বলা হলো - চুলের যে জায়গা তুমি স্পাইক করছো কাঁচি এনে অই চুলগুলো কেটে দিবো। ওমা ! ব্যাস আর যাই কই- ? এইবার পিচ্চিগুলো বলে ম্যাডাম -এর মত করে কাটছে , ম্যাডাম ওর মত করে কাটছে (কার কার সব নাম বলে) ! এরপর এক একজনে বলতে শুরু করলো, ম্যাডাম বাসা থেকে একটা কাপড় আনবেন ওর গলায় বেঁধে দেয়ার জন্য যাতে চুল ওর গায়ে পড়ে না চুলকায় ! কেউ বলে ম্যাডাম চিরুনি আনবেন, চিরুনি দিয়ে চুলগুলো ধরবেন আর কাঁচি দিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটবেন! কেউ বলছে একটু পানি লাগবে চুলগুলো ভেজানোর জন্য! সে কি মজা ওদের ! আমি বললাম- তোমরা কি আমাকে নাপিত পাইছো ? বলতেই ক্লাসে হাসির রোল পড়ে যায়...।! বলে ম্যডাম- কেটে দিন না ওর চুল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.