আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা ভুলবশত অথবা আমাদের ছোট ছেলে-মেয়ে ভূল করে মেমোরীতে ঢুকতে মেমোরী কার্ড ফরম্যাট করে দিয়েছে আপনি এসে দেখলেন আপনার মেমোরী কার্ডের পুরো ডাটা গায়েব, কে বুঝবে আপনার রাগের কথা কারন আমার এমন কিছু মেমোরীতে থাকে যা অনেক প্রয়োজনীয় । আজকের টিউন মূলত যাদের মেমোরী/ পেন-ড্রাইভ ভুলবশত হয়েছে তাদের জন্য ।
আপনি নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।
প্রথমে এখানে ক্লিক করে সফটওয়ারটি ডাউনলোড করে ইন্সটল করুন ।
তারপর চালু করুন ,
চালু হলে নিচের Next বাটনে ক্লিক করুন, তাহলে নিচের মত একটি বক্স আসবে।
এবার Step-1 থেকে Drive Letter: আপনার পেন ড্রাইভ অথবা মেমোরী কার্ড দেখিয়ে দিন আমার পেন ড্রাইভ কে তাই আমি K সিলেক্ট করেছি, আপনি আপনার ড্রাইভ লেটার অনুযায়ী সিলেক্ট করুন।
এবার Next বাটনে ক্লিক করুন ।
তাহলে আপনার হারিয়ে যাওয়া ছবি Rocover হওয়া শুরু হবে।
Step -3 তে এসে উপরের নিয়মে কাজ করে Next বাটনে ক্লিক করুন।
সবশেষ Complete এ এসে Open Recovered Files Folder বাটনে ক্লিক করুন আর দেখুন আপনার হারিয়ে যাওয়া ছবি বা ফাইল এবার সব ফাইল কাট/কপি করে Save করে রাখুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।