আমাদের কথা খুঁজে নিন

   

কমে গেল বিটকয়েনের গুরুত্ব

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) প্রায় ৩৬ লাখ ডলার মূল্যের বিটকয়েন উদ্ধার করেছে।
ওয়েবসাইটটির সম্ভাব্য পরিচালক রস আলব্রিটকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে কমে গেছে অনলাইনে ব্যবহার উপযোগী মুদ্রা এই বিটকয়েনের মূল্য।

এর ফলে বিটকয়েনের মূল্য ১৪০ ডলার থেকে কমে ১১০ ডলারে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীদের এফবিআইয়ের বিটকয়েন বাজেয়াপ্ত করার ঘটনা সম্পর্কে আগেই সচেতন হওয়া উচিৎ ছিল বলে মন্তব্য করেন কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোর সিনিয়র গবেষক রিক ফার্গুসন।
বিটকয়েনকে সাধারণত নতুন ধরনের মুদ্রা হিসেবে ধরা হয়।

প্রত্যেকটি বিটকয়েন একটি একক অনলাইন রেজিস্ট্রেশন নম্বর হিসেবে কাজ করে। নম্বর বানানোর প্রক্রিয়াটির নাম মাইনিং। কম্পিউটারের সাহায্যে ব্যবহারকারীদের এ জন্য ৬৪ সংখ্যার সমাধানবিশিষ্ট জটিল এক গাণিতিক সমস্যার সমাধান করতে হয়।
প্রতিবার সমাধানের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে বিটকয়েন দিয়ে পুরস্কৃত করা হয়। এই বিটকয়েন পাওয়ার জন্য ব্যবহারকারীদের ২৭ থেকে ৩৪ অক্ষর বা সংখ্যাবিশিষ্ট নিজস্ব অ্যাকাউন্ট খুলতে হয়, যেখান থেকে বিটকয়েন বিভিন্ন কাজে ব্যবহারের জন্য সরবরাহ করা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।