আমাদের কথা খুঁজে নিন

   

আমার আজ সেইফ হওয়া এবং একটি টেষ্ট পুষ্টুঃ এস, এম, এস প্রেম।।ভালু বাসা কি এরে কয়ঃ

যেখানেই উন্মাদনা তোমারসেখানেই সীমান্ত আমার !!আমি কেমন বাকিটা বুইঝা লইয়েন সবাই। একজন আমাকে এস,এম, এস করে প্রশ্ন করিলোঃ করো কি? উত্তর আমার ছোট্ট ছিলঃ তোমার জন্য বৃষ্টি দিনে, বিলাপ করি মিষ্টি কিনে। জবাবে সে বলিলঃ কি! আমায় করলে তুমি এতো এতো অপমান ভালোবাসি এত্ত তবু নাই কি কোন সন্মান। পাল্টা জবাবে বলিলাম আমিঃ আচ্ছা এবার ঝগরা রাখ খবর কি তা বল, মধুমিতায় চলছে ছবি চাইলে যেতে চল। কঠিন রাগের সাথে ফোঁপানো নিশ্বাসের এক এস,এম,এস আসিল আমার মোবাইল ফোনে: যাবো না আমি তোমার সাথে ইতা মিতা মধুমিতা, আরেক দিকে যাবার জন্য বাঁধতে পারো জুতার ফিতা।

দেখিলাম যখন রাগ তার উচ্চ শিখরে আরোহন করিতেছে, তখন মাইনাস মাইনাসে প্লাস সুত্র মতে রাগে রাগে গুন হয়ে যাতে খুশি হয়ে যায়! অর্থাৎ আরেকটু ক্ষেপিয়ে দেওয়ার জন্য আমি পাঠালাম এই রকম এক বার্তাঃ যাও! সারাদিনই রাগ ভাঙ্গানো হয় যদি মোর ডিউটি, এটাই আমার শেষ এস,এম,এস বিদায় প্রিয় বিউটি। (তার নাম কিন্তু বিউটি ছিল না, তবে এই নামটা তার বিরাট অপছন্দের নাম ছিল, তাই ব্যাবহার করিয়াছিলাম। ) আমার ব্যাবহৃত সুত্র কাজে দিল, এবং উত্তর এলঃ তোমার সাথে রাগ করে, কোন লাভ নেই এইটা আমার জানা, ঘুরতে যাবো তোমার সাথে বলেইতো কাল নতুন জামা আনা। বিঃ দ্রঃ ইহা একটি রম্য কাব্য, কারো জীবনের সাথে মিল খাইলে অনিভিপ্রেত কুকিল থুক্কু কাক তালিয় মাত্র। আর সবটাইতো ভালু বাসার পাগল জানেনতো পাগলে কিনা বলে।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।