আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় বসেছে উদ্যোক্তাদের হাট

হাট বসেছে ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনের (ডব্লিউভিএ) মেঘনা মিলনায়তনে। তবে এ হাট অন্য রকম। তরুণ উদ্যোক্তা যাঁরা নিজেদের প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজেদের ব্যবসায় উদ্যোগ, তাঁরা পণ্যের পসরা সাজিয়েছেন এ হাটে।
উদ্যোক্তা হাট’ নামের দুই দিনের এ আয়োজন শুরু হয়েছে গতকাল রোববার থেকে। আজও এ হাট চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ এই হাটের আয়োজক। সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
গতকাল সকালে এই হাটের উদ্বোধন করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সবুর খান। এ সময়ে তিনি বলেন, ‘ব্যবসার কথা এলেই আমরা পুঁজির কথা চিন্তা করি। তবে এ যুগে পুঁজি লাগে না।

যাঁদের মেধা আছে, উদ্যোগ আছে, তাঁদের পুঁজি লাগে না। উদ্যোক্তা হব, এই আগ্রহটাই দরকার। ’
অনুষ্ঠানে বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান বলেন, ‘কয়েক মাস ধরে আমাদের দেশে উদ্যোক্তা সৃষ্টির একটা তরঙ্গ বয়ে যাচ্ছে। এ শক্তিই এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবিরসহ আরও অনেকে।

উদ্বোধনের পরেই দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে হাট প্রাঙ্গণ। হাটে তরুণ উদ্যোক্তারা টেবিলে টেবিলে নানা ধরনের পণ্য নিয়ে বসেছেন। হাটে হস্তশিল্প যেমন আছে, তেমন আছে পোশাক, গয়না, ইলেকট্রনিকস পণ্য। আরও আছে সৌরশক্তিনির্ভর পণ্যও। হাটে বিনিয়োগকারী প্রতিষ্ঠানও আছে।

উদ্যোক্তা হাটে স্টল আছে ২৫টি। হাটে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো আপন প্লাস, আলিমপন ক্র্যাফটস, বান্ধবী, ই-বিপণন, শিল্প আঙ্গিনা, জেনন ইলেকট্রনিকস বিডি, নানা রকম ডট কম, বিডি ভেঞ্চার, ই কুরিয়ার, পার্পল আইটি, মুদ্রণ ডট কম, শার্পস বিডি, আমার গেজেট, কল্পবাবু মিডিয়া, ২৪হাট ডট কম, ভিপার অ্যান্ড ভিপার লেদার, যেমন তেমন ডট কম, স্পোটিফাই, আইডিয়া ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র, আপনজোন, ক্ষুদ্র সফট, গদি ঘর ও জেড প্যাক।

হাটের পৃষ্ঠপোষকতা করছে ই-কুরিয়ার, বিডি ভেঞ্চার, আপন প্লাস ও মেট্রোটেল।

—মো. রাফাত জামিল

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।