মরচে পড়া সমাজে, মন বসে না নামাজে ভক্তের দল,রক্ত চায় ভাইয়ের মাংস চিবিয়ে খায়।ধর্ম বলে সত্যের কথা, বেটারা বুঝে স্বার্থের ব্যথা।চুন থেকে পান খসলে রক্ত চক্ষু উছলে ওঠে।সব কটা যে অস্ত পাগল হত্যার মাঝে স্বর্গ অটল।বিবেক বুদ্ধি ঈমাণের জোর আছে শুধু বিরাট ফাটল।চোখ থাকতে অন্ধ যে জন,শুনবে সে কি সত্য কথন? মানবতার নামে শুধু চরিত্রের ই অধঃপতন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।