আমাদের কথা খুঁজে নিন

   

থ্রিজি সেবায় এগিয়ে গেল ওয়ালটন

আমি একজন আইটি অফিসার

থ্রিজি প্রযুক্তির নেটওয়ার্ক সেবা চালুর আগেই বেড়ে গেছে স্মার্টফোন বিক্রি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে(এপ্রিল-জুন)স্মার্টফোনের আমদানি বেড়েছে ১৯৭ শতাংশ। চলতি বছরের শেষ নাগাদ স্মার্টফোনের বিক্রি ১০ থেকে ১২ শতাংশ বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ মোবাইল হ্যান্ডসেট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিএমপিআই। স্মার্টফোনের বিক্রি থেকে এগিয়ে আছে দেশীয় কোম্পানি ওয়ালটন। এরইমধ্যে থ্রিজি সেবার সর্বোচ্চ সুবিধা সম্বলিত ওয়ালটনের মোবাইল হ্যান্ডসেট ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে থ্রিজি সুবিধা সম্বলিত প্রিমো ডি, এফ, জি, আর, এইচ, এন এবং এক্স সিরিজের মোবাইল সেট এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাশ্রয়ী মূল্য, উচ্চপ্রযুক্তির সেবা, আকর্ষনীয় ডিজাইনের কারণে ক্রেতাদের নজর কেড়েছে এই থ্রিজি সেটগুলো। বাজার আসার কয়েক দিনের মধ্যেই এক্স-২ সিরিজর মোবাইল সেট শেষ হয়ে যায়। থ্রিজি প্রযুক্তির মাধ্যমে মোবাইলে ভিডিও কল থেকে শুরু করে টিভি দেখাসহ নানা সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ভিডিও কনফারেন্স, টেলিমেডিসিনের কাজ ঠিকঠাক করা যায় এই প্রযুক্তির সহায়তা নিয়ে।

এর প্রধান সুবিধা হলো থ্রিজি মোবাইল ফোনের মাধ্যমে কথা বলার পাশাপাশি ব্যবহারকারী ভৌগলিক ভাবে যে অবস্থানে থাকবেন সেখানেই উচ্চ গতির ইন্টারনেট সুবিধা পাবেন। জানা গেছে, ওয়ালটন সেটে একই সিমে, একই স্থানে দ্রুত গতির ব্রডব্যান্ড সংযোগও দিতে সক্ষম। ওয়ালটনের থ্রিজি সেটে রয়েছে ভয়েস কল, ভিডিও কল এবং ওয়্যারলেস ডাটা (৪২.২ এমবিপিএস পর্যন্ত ডাউনলিঙ্ক এবং ১১.৫ এমবিপিএস পর্যন্ত আপলিঙ্ক) ট্রান্সফারের ব্যবস্থা। যা প্রায় ৪জি সমমানের। আইটি সংশ্লিষ্টরা যাকে ৩.৭৫ জি হিসেবে গণ্য করে থাকেন।

ওয়ালটনের উপ পরিচালক (সেল্যুলার ফোন ডিভিশন) এস এম রেজওয়ান আলম বলেন, থ্রিজি সেবার জন্য বাংলাদেশের ব্যবহারকারীদের সবচেয়ে উপযোগী সেট ওয়ালটন। পাওয়া যাচ্ছে সর্বোচ্চ মানের বিক্রয়োত্তর সেবা। প্রকৌশলী মোসওয়ার হোসেন বলেন, কিছু দিনের মধ্যেই বাজারে আসছে ওয়ালটনের তিন মডেলের ট্যাব এবং এক্স-২ মিনি মোবাইল হ্যান্ডসেট। এদিকে দ্বিতীয় স্থানে থাকা আন্তর্জাতিক ব্র্যান্ড স্যামসাংকে হটিয়ে নিজেদের অবস্থান পোক্ত করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। স্মার্টফোন বাজারের ১২.৮ শতাংশ এখন ওয়ালটনের দখলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.