আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকাথন - তরুণ উদ্যোক্তাদের জন্য আরেকটি ভাল খবর !!!

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

বছর ঘুরে আবার হ্যাকাথন আসছে !!! জানুয়ারি ২০১৪ তে ফাইনাল ইভেন্ট। ভেন্যু সম্ভবত রূপসী বাংলা হোটেলেই থাকছে। এবারও বিশ্বের অনেকগুলো দেশে একসাথে হবে ফাইনাল ইভেন্ট। ভিডিও কনফারেন্সে সবার সল্যুশন আমরা দেখবো। ওরা আমাদেরটা দেখবে।

আমরা সবাই মিলে গাদাগাদি করে ২/৩ দিন সলিউশন আর কোড করবো। খাওয়া দাওয়ার পাশাপাশি একটু আড্ডাও মারবো। কনটেন্টের নিয়ম অনুযায়ী সল্যুশনগুলো প্রতিটি প্রব্লেম ওনার এবং স্পন্সর এর সামনে উপস্থাপনের সুযোগ দেয়া হবে। স্পন্সরদের পছন্দ হলে ফান্ডিং সহ সকল সুবিধা পাওয়া যাবে। আমার সবাই মিলে চেষ্টা করছি - এবারের হ্যাকথান যেন মুল কোড ফোকাসড না হয়।

এবার হবে সল্যুশন ফোকাসড্‌। টেকনিক্যালি প্রমাণ করতে পারলেই হল। কোড লিখে শেষ করাটা মুল কাজ না। এবার প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, জেলা উপজেলা পর্যায় থেকে টিম আশা করছি। মুল ইভেন্টের আগে বিভাগীয় পর্যায়ে একটা করে কম্পিটিশন রাখার চেষ্টা করছি।

দেখা যাক কতদূর করা যায়। গত বারের মত এবারও - প্রযুক্তিতে বাংলাদেশ - পার্টনার থকছে। আমাদের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা কমিটি টিম তৈরিতে সহায়তা করবে। এ বিষয়ে কোন আইডিয়া বা মতামত থাকলে জানাতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।