www.facebook.com/mahamudulhasan.9619 ভ্রমন করা, লেখালেখি করা, বিজ্ঞান ওয়েবসাইট দেখা, অনেক বই ও ম্যাগাজিন পড়ি এবং ওয়েবসাইট প্রোগ্রামিং করতে খুব পছন্দ করি। ২১ ডিসেম্বর সারাদেশে মুক্তি পেয়েছে নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত 'চোরাবালি'। ছবিটি বর্তমানে দেশের ১৬টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
বদলে যাচ্ছে চোরাবালি ছায়াছবির শেষ দৃশ্য! জেল থেকে হাসিমুখে বেরিয়ে এসেছে সুমন (ইন্দ্রনীল সেনগুপ্ত)। নবনী আফরোজের (জয়া আহসান) হাতে ফুল।
মুখে হাসি। এই খানেই পর্দা উঠেছিল সময়ের আলোচিত চলচ্চিত্র চোরাবালির। কিন্তু এবারে পাল্টে যাচ্ছে ছবির সমাপ্তি। তার প্রথম ছবির শেষ দৃশ্যকে আরো চমকপ্রদভাবে হাজির করতে চাইছেন পরিচালক রেদওয়ান রনি।
ছবি মুক্তির পর দৃশ্য পরিবর্তন করার ঘটনা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে বিরল ঘটনা।
আর সেটিই ঘটাতে যাচ্ছেন রেদওয়ান রনি ও ছবির প্রযোজক সালেহীন স্বপন। এ প্রসঙ্গে স্বপন বলেন, 'বহির্বিশ্বে ছবি মুক্তির বেশ কিছুদিন পর দর্শকরা 'ডিরেক্টর'স কাট' সংস্করণ উপভোগের সুযোগ পান। তারই ধারাবাহিকতায় নতুন 'চোরাবালি' হবে 'ডিরেক্টর'স কাট' সংস্করণ।
..........আমার কি হবে???গত শুক্রবার ৭:৩০ রাতে ছবিটি দেখেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।