আমাদের কথা খুঁজে নিন

   

স্টার সিনেপ্লেক্সে এক দশকে ত্রিমাত্রিক 'টাইটানিক'

স্টার সিনেপ্লেক্সে ১০ বছর পদার্পণে ঢাকার দর্শকদের আনন্দ-বিনোদনে বিশেষ মাত্রা যোগ করতে নিয়ে এলো চলচ্চিত্র 'টাইটানিক'-এর থ্রিডি ভার্সন। ১১ অক্টোবর ছবিটি মুক্তি দিচ্ছে তারা।

টাইটানিকই ছিল বিশ্বের সবচেয়ে বড় বাজেটের ছবি। এই চলচ্চিত্র নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। টাইটানিকের সবচেয়ে বড় দুটি অর্জন হচ্ছে, ১৪টির মধ্যে ১১টি ক্ষেত্রেই একাডেমি পুরস্কার জিতে নেওয়া এবং সর্বকালের সবচেয়ে বেশি উপার্জন করা।

প্রায় ১.৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ছবিটি। ১৯৯৭ সালে পরিচালক জেমস ক্যামেরন নির্মিত ও লিওনার্দো ডি ক্যাপ্রিও আর কেট উইন্সলেট অভিনীত এ ছবিটির কিছু চরিত্র বানানো হয় ইতিহাসের ওপর ভিত্তি করেই। এটি মুক্তি পাওয়ার পর টানা ১২ বছর ব্যবসাসফল ছবির শীর্ষে ছিল। ছবিটি ১৪টি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনয়ন পায় এবং পুরস্কার পায় ১১টি। এই ছবিটির থ্রিডি ভার্সন এখন সিনেপ্লেঙ্ দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে।

কর্তৃপক্ষ জানান, আমাদের নির্দিষ্ট কিছু দর্শক আছে। তাদের জন্যই ছবিটি আমরা আমাদের বিশেষ মুহূর্তে প্রদর্শন করতে যাচ্ছি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.