আমাদের কথা খুঁজে নিন

   

মোজিয়া ব্রিজ

খুদে ফ্যাশন ডিজাইনার হিসেবে একটু ভিন্নরকম অবস্থানে নিজেকে পেঁৗছে দিয়েছে মোজিয়া ব্রিচ। মাত্র ১১ বছর বয়সেই একজন সফল ফ্যাশন ডিজাইনার হিসেবে বিশ্বে তারকা খ্যাতি পেয়েছে এই বিস্ময় বালক।

'মো'কে সেলাই শিখিয়েছেন তার দাদি। যদিও সেলাই শিখতে তার কিছু সময় লেগেছিল কিন্তু শিখেছে শেষ পর্যন্ত। সে মনে করে তার আরও শেখার আছে।

প্রথমে তার হাতে তৈরি বো-টাই পরিচিত ও বন্ধুদের মধ্যে বিক্রি করে। এক সময় একটি অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করে। এভাবে ফ্যাশন পণ্য বিক্রি করে সে তার ছোট কোম্পানিতে আয় করেছে ৩০ হাজার ডলারের মতো।

এভাবে ইন্টারনেটের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর মিডিয়ার কাভারেজের কেন্দ্রবিন্দুতে এসে পড়ে এই বিস্ময় বালক।

তারপর শিশুদের জন্য অর্থ সাহায্য সংগ্রহের এক ক্যাম্পেইনে অংশ নিয়ে যে পরিমাণ অর্থ সহযোগিতা করে তা ছিল রীতিমতো বিস্ময়কর। এই আয়ের পেছনেও রয়েছে তার ফ্যাশন ডিজাইনিং। এদিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সে বলে আমি দেখি গ্রীষ্মের ছুটিতে ছোট ছেলেমেয়েরা মাঠে খেলা করে সময় কাটায়। আমি চাইলাম তারা যাতে কোনো কিছু করতে পারে, সে জন্য কিছু করা। আমিও যেভাবে অনেকের কাছ থেকে সাহায্য পেয়ে আমার ব্যবসায় সফল হয়েছি তেমনি অন্যদের সফল দেখতে চাই।

এদিকে ফ্যাশন ডিজাইনিংয়ে তার জনপ্রিয়তা বাড়তে থাকায় সে প্রফেশনাল ডিজাইনারদের মতোই কাজ চালিয়ে যেতে থাকে। দিন দিন তার সাফল্যের গল্প মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীর কাছেই পৌঁছে যায়। বর্তমানে তাকে নিয়ে হৈহুল্লোড় থেমে নেই। 'মো'-এর কাজও থেমে নেই। একের পর এক নতুন ট্রেন্ড হাজির করছে নিজের নতুন নতুন ডিজাইনিংয়ের মাধ্যমে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.