মুক্তক ঢঙের সনট
ইতরের সন্তান যদি দরবেশ হয়__আর দরবেশের সন্তান ইতর
ইঁদুর যদি ক্রমাগত আজীবন খুঁজে যায় গতর
আমোদে মধ্যবিত্ত যদি গা ভাসায় অপরের সাম্পানে
কতটুকু আবেদন বলো তোমার গানে ?
কায়িক পরিশ্রমে কজন সুরম্য প্রাসাদ গড়েছে
নিজে কতটুকু ভালো হয়ে নেমেছে সমাজ গড়াতে
একটি সত্য বলতে বলেছে কতগুলো মিছে
নিরীহ ফঁাদে পড়েছে__কখনো শাখেঁর করাতে।
মুখে সাবলীল উচ্চারণ__সমাজ গড়াবার তরতাজা পবিত্রবাণী
অথচ নিজের ঘরে__নিত্য কামুক কুকুরের হাতছানি
সুদঘুষ মাগি হারাম হাদিসের কথা বলে শাসায় মুরিদেরে
নিজেই আবার গাঁজর আসর হতে রাত্রিশেষে ফেরে।
কত ভালো মানুষ দেখলাম__সত্য মানুষের শুদ্ধ পুত্র
অথচ আবছা আঁধারের কোলো খায় বেগানা নারীর মুত্র।
০৭.১০.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।