আমাদের কথা খুঁজে নিন

   

বেখেয়ালী ডাক্তার !



২/৩ দিন আগের ঘটনা হবে, টিভিতে এবং পেপারে আসলো - ডাক্তারের ভুল চিকিৎসায় ৪ নবজাতকের মৃত্যু! এর আগেও পেপারে পড়েছিলাম বেশ কয়েক জায়গায় ডাক্তাররা বেখেয়ালে অপারেশনের সময় পেটের মধ্যে গজ/তুলা রেখে পেট সেলাই করে দিয়েছে !পরে সেই সব রোগীর পেট পচে গেছে, কেউবা মারা গেছে কিংবা কেউ কেউ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে...! এখন কথা হলো - দু/একটা ভুল মানুষের হতে পারে কিন্তু এভাবে মানুষের জীবন নিয়ে ডাক্তাররা কিভাবে খেলে? কিভাবে তারা এত বড় বড় কাজের সময় বেখেয়ালে কিছু করে বসে? একটা অপারেশনের সময় টিম কাজ করে সেক্ষেত্রে সকলেই কি বেখেয়ালে থাকে? যদি বেখেয়ালেই কাজ করার চিন্তা তাদের থাকে তাহলে তাদেরকে হাসপাতাল বা ক্লিনিকে না রেখে হেমায়েতপুরে পাগলা গারদে কাজ করতে দেয়া হোক...। সেখানে বসে তারা বেখেয়ালে যা খুশি তাই করতে পারবে। না কি অপারেশনের সময়ও ডাক্তাররা টাকার চিন্তায় বিভোর থাকে যে - কি করতেছে সে ব্যাপারে হুশ থাকে না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.