আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাউড কম্পিউটিং নিয়ন্ত্রণ চায় ইউরোপ

যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপিয়ান কমিশনের বিচারমন্ত্রী ভিভিয়ান রেডিংও ক্লাউড কম্পিউটিং নিয়ন্ত্রণের পক্ষে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গুপ্তচরবৃত্তির খবর ফাঁস হওয়ার পর ইউরাপিয়ান সংসদ তাদের ডেটা প্রাইভেসি নিয়মাবলিতে বেশকিছু সংশোধন করতে চাচ্ছে। এসব সংশোধনীর মধ্যে ক্লাউড কম্পিউটিংকেও আনা হচ্ছে।
ক্লাউড কম্পিউটিংয়ের প্রযুক্তি প্রধানত ইন্টারনেটে সফটওয়্যার এবং ফাইল শেয়ারে সাহায্য করে। এনএসএর হাত থেকে ডেটা রক্ষার্থেই এ রকম বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
ক্লাউডের বিষয়ে যেসব সংশোধনী আনা হচ্ছে তার একটি হল, এর মাধ্যমে যেখানেই ডেটা ট্রান্সফার করা হোক না কেন, তার প্রতিটি সম্পর্কে নোটিফিকেশন দিতে হবে এবং বৈধতা যাচাই করাতে হবে।
আরেকটি সংশোধনীতে বলা হয়েছে, পূর্ববর্তী সংশোধনীর সঙ্গে যে ব্যক্তি ডেটা পাঠাবেন তাকে স্বচ্ছ, স্পষ্ট এবং সুপ্রকাশিতভাবে সতর্কবার্তা উল্লেখ করতে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.