লিবিয়ার বিচারমন্ত্রী সালাহ আল-মারঘানি সোমবার সকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দেবোরাহ জোনসকে ডেকে পাঠান বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।
এর আগে লিবিয়া তাদের ভূখন্ডে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানের জন্য ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে।
লিবিয়ায় অনুপ্রবেশ করে লিবিকে অপহরণের অভিযোগ করেছে ত্রিপোলি।
তবে যুক্তরাষ্ট্র ওই অভিযানের পক্ষে সাফাই গেয়ে বলেছে, সন্দেহভাজন আল-কায়েদা নেতাকে ধরতে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযান বৈধ।
লিবিয়ার জঙ্গিরা এর বদলা নিতে ত্রিপোলিতে মার্কিন নাগরিকদের অপহরণ করাসহ গ্যাস পাইপলাইন, জাহাজ এবং বিমানে হামলার ডাক দিয়েছে।
গত শনিবার আফ্রিকার লিবিয়া ও সোমালিয়ায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে দুটি আলাদা অভিযান চালায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিল।
লিবিয়ার অভিযানে যুক্তরাষ্ট্রের কমান্ডোরা আল কায়েদার অন্যতম শীর্ষ নেতা আনাস আল লিবিকে আটক করে।
১৯৯৮ সালে পূর্ব আফ্রিকায় যুক্তরাষ্ট্রের দুটি দূতাবাসে হামলা সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিবিকে ধরার চেষ্টায় ছিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লিবিকে “বৈধ লক্ষ্য” বলে অভিহিত করেছেন এবং আদালতের মাধ্যমে তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ।
লিবিয়ার জিহাদিরা এ ঘটনার প্রতিশোধ নিতে ইন্টারনেট এবং ফেইসবুকের পাতায় বার্তা পাঠিয়ে বন্দি আল কায়েদা সদস্যদের মুক্তির জন্য দরকষাকষি করতে মার্কিন নাগরিকদের অপহরণ করার ডাক দিয়েছে।
‘জনগণ বেনগাজিকে সুরক্ষিত রেখেছে’ উল্লেখ করে বার্তায় ইউরোপে রপ্তানি করা গ্যাস পাইপলাইনগুলোসহ বিভিন্ন জাহাজ ও বিমানকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোরও ডাক দেয়া হয়।
আরেকটি বার্তায় বেনগাজির বিপ্লবীদের আল বায়াদা, দেরনা নামের একটি দল আল কায়েদা নেতা আটক অভিযানের নিন্দা জানায়।
লিবিয়ার নেতারা এ অভিযানের কথা জানত বলে তারা অভিযোগ করে। যদিও লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জাঈদান বলেছেন, তার সরকার যুক্তরাষ্ট্রের কাছে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে।
বিপ্লবী ওই দলটি ঘটনার সঙ্গে জড়িত বিশ্বাসঘাতক যে কারো সঙ্গেই লড়াইয়ে নামার অঙ্গীকার করেছে।
ন্যাক্কারজনক এ ঘটনায় লিবিয়া সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও হুমকি দিয়েছে তারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।