আমাদের কথা খুঁজে নিন

   

এক ডিজিটাল বিপ্লবী!!!!!



আজ চে গুয়েভারার ৪৬তম মৃত্যুবার্ষিকী.........আজও আমার মত অনেকের ফেসবুক টাইমলাইন স্ট্যাটাস, প্রোফাইল পিক আর কভার পিকে ভরে যাবে। চে নিঃসন্দেহে একজন বিপ্লবী বীর। চে-এর নাম দিয়ে যা হয় এদেশে তা একধরণের শো-অফ, ব্যবসা আর বিপ্লবী ভাব দেখানো ছাড়া আর কিছু নয়। এই শো-অফ চে-এর সত্যিকারের চেতনা বহন করেনা। যাই হোক, নিজ দেশে বিপ্লবের খবর নাই পরদেশি বিপ্লবীর ছবিওয়ালা টি-শার্ট লাগিয়ে আমরা ঘুরতে ভালবাসি! আমাদের আশেপাশে ঘটে যাওয়া কোন অপরাধের প্রতিবাদ আমরা করতে পারিনা মাগার জামা-কাপড়ে, ফেসবুকে-ব্লগে আমরা বিপ্লবী......।

। মাষ্টারদার মৃত্যুবার্ষিকী আমাদের কয়জনেরই বা মনে থাকে??? বিপ্লব আমাদের রন্ধ্রে রন্ধ্রে। কিন্তু এই ডিজিটাল যুগে আমরা শুধুমাত্র ভারচুয়াল বিপ্লবী। এক এক অন্যায়ের প্রতিবাদ আজকাল রাজপথের বদলে ভারচুয়াল জগতে হয়। যদিও অনেক ক্ষেত্রে এটি কাজে দেয়।

যেমন শাহবাগের আন্দোলন। যাই হোক, এই ভারচুয়াল বিপ্লব বাংলাদেশে এসে ডিজিটাল বিপ্লবে রূপ নিয়েছে। জয় হোক সকল সত্য পথের বিপ্লবের। জয়তু সকল সত্য বিপ্লবী!!! আমিও এক ভাবমারানি ডিজিটাল বিপ্লবী!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।