আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম সফট্‌ওয়ার উদ্বোধন

বাংলাদেশ ব্যাংক পরিদর্শন বিভাগসহ অন্যান্য সুপারভিশন বিভাগগুলোর জন্য ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কনফারেন্স হলে ড.আতিউর রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতে প্রথমবারের মতো অনলাইন রিপোর্টিং নির্ভর ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেমের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয়ের পাশাপাশি শাখাভিত্তিক কার্যক্রমকেও নিয়মিতভিত্তিতে অন লাইন রিপোর্টিংয়ের আওতায় আনা হয়েছে। এছাড়া এ পদ্ধতির ব্যবহারে স্বয়ংক্রিয় ঝুঁকি চিহ্নিতকরণ ও বহুমাত্রিক বিশ্লেষণধর্মী সুবিধাও পাওয়া যাবে।

উদ্বোধনকালে ড. আতিউর রহমান বলেন, এ সফট্‌ওয়্যারের মাধ্যমে সংগৃহীত তথ্যসমূহকে একত্রিত করে বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে নির্দেশনামূলক ড্যাশবোর্ড এবং বিভিন্ন ধরনের তথ্যভিত্তিক, তুলনামূলক ও বিশ্লেষণধর্মী রিপোর্ট উপস্থাপন বা তৈরির ব্যবস্থা করা হয়েছে। ফলে এতদিন ব্যাংক শাখাগুলো থেকে তথ্য প্রাপ্তিতে যে সময়ভিত্তিক প্রতিবন্ধকতা ছিল তা অনেকটাই দূরীভূত হবে। এখন থেকে মাস শেষে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং তাদের শাখাগুলোর আর্থিক পরিস্থিতি ওয়েবের মাধ্যমেই দেখা যাবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ঢাকায় তার ডেস্কে বসেই প্রত্যন্ত অঞ্চলের একটি ব্যাংক শাখার আর্থিক পরিস্থিতি সহজেই অনুমান করতে পারবেন এবং সে মোতাবেক প্রয়োজনীয় সুপারভিশনমূলক সিদ্ধান্তও নিতে পারবেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।