রুথারফোর্ডের পর ফুলটনকে ফেরত পাঠালো মুশফিক বাহিনী। দ্বিতীয় সাফল্যটি এনে দিলেন নাসির হুসেইন। ব্যক্তিগত ৭১ রানে ওপেনার ফুলটনকে দিনের দ্বিতীয় শিকারে পরিণত করলেন তিনি।
দ্বিতীয় উইকেট জুটিতে ফুলটন ও উইলিয়ামসন ১২৬ রান যোগ করেন। এর আগে ৩৫ ওভারে এক উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা।
তার আগেই দলীয় ৫৭ রানে সোহাগ গাজীর শিকারে পরিণত হন রুথারফোর্ড। এছাড়া দিনের দ্বিতীয় ছক্কা হাঁকিয়েছেন ফুলটন।
দলীয় ৫৭ রানে প্রথম উইকেটের পতন হলেও ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই সামাল দিচ্ছে এই জুটি। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছেন গোহাগ গাজী। ব্যক্তিগত ৩৪ রানে মিডঅফে আব্দুর রাজ্জাকের তালু বন্দী হন ওপেনার রুথারফোর্ড।
এছাড়া এখন পর্যন্ত আরো কোনো সাফল্য দেখাতে পারেনি স্বাগতিকরা। এর ফলে ৬৪ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে ১৮৬ রান। ব্যাট করতে নেমেছেন বাহাঁতি ব্যাটসম্যান রস টেইলর।
স্কোর: ১৯৪ রান, ৬৬.১ ওভার, উইকেট-২
কেন উইলিয়ামসন-৭৫(চার-৯, ছয়-০)
রস টেইলর-৬(চার-১, ছয়-০)
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।