বিজ্ঞানীরা নিচের ধাপগুলো অনুসরণ করবেন:
১ ম্যামথের জিনোমের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি
২ লোমশ ম্যামথের জিনোম ও এশীয় হাতির জিনোমের পার্থক্য নিরূপণ। এশীয় হাতি হচ্ছে ম্যামথের সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ জীবন্ত প্রাণী
৩ পরিবর্তিত জিনোমকে এশীয় হাতির জননকোষে স্থাপনের বিষয়টি নিয়ে গবেষণা চলছে
৪ এশীয় হাতির জননকোষে কৃত্রিম নিষিক্তকরণ
৫ জননকোষ পরিণত হবে বর্ধনশীল ভ্রূণে
৬ প্রথম সংকরগুলো দেখতে এশীয় হাতির মতো হলেও ম্যামথের ডিএনএ বহন করবে। পরবর্তী প্রজন্মে ম্যামথের বৈশিষ্ট্য থাকবে
৭ দুটি সংকরের মিশ্রণে জন্ম নেবে লোমশ ম্যামথের অনুরূপ প্রাণী
দুটি সংকর হাতির মিশ্রণ
ম্যামথের অনুরূপ দুটি সংকর হাতি
সূত্র: ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন; শাটারস্টক; ড্রিমসটাইম/লাইভসায়েন্স
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।