আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ফটোশপের সাধারণ কমন একটি সমস্যার সমাধান দেখাবো। অনেকেই এখনো আছেন যে ফটোশপে বাংলা লেখা নিয়ে সমস্যায় ভুগেন। আসলে অনেকে কেনো থাকবে না বলুন?? আমি-আপনি হয়তো পারি কিন্তু আজকে যেই মানুষগুলো নতুন করে ফটোশপ শিখতে শুরু করলো বা কোন প্রয়োজনে তাতে হাত দিলো তাদের তো সমস্যা হবেই তাই না?
ঠিক তেমনি আজকে এদের সমস্যার সমাধান হবে কিন্তু আগামীকাল আবার যারা ধরবে তাদের সমস্যার সমাধান হবে নাহ! তাই ব্লগে সমস্যার সমাধান লিখে রাখার এই চেষ্টা! যেন আজকের মানুষগুলো ও খুঁজে পায়, আবার আগামীকালকের মানুষগুলোও জানতে পারে।
উপড়ের ছবিটির মতো আপনার অভ্র সেটিং এ চলে যান এবং মার্ক করা বক্সটির মধ্যে ( Unicode Bijoy text converter ) এর মাঝে ক্লিক করে খুলুন।
এবার ছবির মতো উপড়ের বক্সের প্রথম ধাপে আপনার কথাগুলো অভ্র দিয়ে লিখে Convert to Bijoy encoding এর মধ্যে ক্লিক করে দেখুন আপনার কথাগুলো নিচের বক্সে বিজয় রুপে দেখা যাচ্ছে।
এবার বক্স থেকে আপনার লেখাগুলো কপি করে এনে ফটোশপে আপনি যেখানে লিখতে চান সেখানে পেস্ট করে দিন। কি দেখতে পাচ্ছেন? উপড়ের ছবিটির লেখাগুলোর মতো ada6465ea2da এরকম উল্টাপাল্টা তাই না? তবে এবার আপনার মাউস দ্বারা লেখাগুলো সিলেক্ট করে নিন।
অতঃপর আপনার ফটোশপ ফন্ট লিস্টে যেয়ে আপনার পছন্দমতো কোন বিজয় বাংলা ফন্ট সিলেক্ট করে ফেলুন এবং লক্ষ্য করে দেখুন উল্টাপাল্টা সকল লেখা দেখাচ্ছে সুন্দর ভাবে বাংলাতে
এবার দেখুন আপনার লেখাগুলো সুন্দর ভাবেই বিজয় ফন্টে দেখাচ্ছে!! আপনি যদি চান তবে ফন্ট পরিবর্তন করে এখন নানা রকমের স্টাইল করে নিতে পারেন লেখাটিকে অথবা করে নিতে পারেন নিজের মনের মতো প্রয়োজনীয় রং
► ফেসবুকে আমার বন্ধু হতে পারেন ◄
◄◄ ফেসবুকে থাকা আমার ফ্যান পেজটিতে লাইক দিয়ে আমার সকল পোষ্টের আপডেট সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন ►►
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।