আমাদের কথা খুঁজে নিন

   

বজ্রপাতের সাহায্যে মুঠোফোন চার্জ করা যাবে

বন্ধুরা তোমাদের মুঠোফোন চার্জ করা জন্য আমার এই টিউন, আশা করি তোমাদের ভাল লাগবে। এই নিউজ টি পেয়াছি  http://computernews.com.bd/ এর সোর্স থেকে। আপনারা কেহ যদি ফ্রী ব্লগইং  করতে চান তারা  http://computernews.com.bd/ এ  স্বাগতম । আপনারা বাংলা এবং ইংলিশ এ পোস্ট করতে পারবেন।  http://computernews.com.bd/ এ আরও থাকছে কম্পিউটার বিষয়ক নানান মজার মজার সব তথ্য।



যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী বজ্রপাতের সাহায্যে প্রথমবারের মতো মুঠোফোনের ব্যাটারি চার্জ করেছেন। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় ও মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার গবেষকেরা যৌথ উদ্যোগে ওই পরীক্ষা চালিয়ে সফল হন। তবে বাড়িতে এ ধরনের পরীক্ষা চালাতে জনসাধারণকে নিষেধ করে দিয়েছে নকিয়া কর্তৃপক্ষ। কারণ, এতে জীবনের ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট গবেষক নিল পালমার বলেন, তাঁরা একটি ট্রান্সফরমার ব্যবহার করে গবেষণাগারে বজ্রের আলোর ঝলকানি তৈরি করেন এবং তা থেকে শূন্যে ৩০ সেন্টিমিটার স্থানজুড়ে দুই লাখ ভোল্টের বিদ্যুৎপ্রবাহ চালনায় সমর্থ হন।

এ ক্ষেত্রে মুঠোফোনের সার্কিটের সামর্থ্য দেখে তাঁরা বিস্মিত হয়েছেন। এ পরীক্ষায় সাফল্যের ফলে বজ্রের মতো প্রাকৃতিক শক্তি ব্যবহারের সম্ভাবনার দিকে আরেক ধাপ অগ্রগতি হলো।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।