আমাদের কথা খুঁজে নিন

   

বকবাড়ি, পানকৌড়ির গ্রামঃ ছবি ব্লগ

চা এর কাপ হাতে প্রতিদিন ভাবি------------, জীবণটা ছাই মাখা আকাশের ছবি।

বহুবছর আমার গ্রামে যাওয়া হয় না। হঠাৎ করে গত সপ্তাহে গ্রামে যাবার সুযোগ ঘটেছিলো। গ্রামে যাবার পর ঘুরছি, হঠাৎ কাজিন বললো আপু বক বাড়ি দেখবেন? একটা বাড়ি আছে ওটার গাছগুলো পুরো গাছ বকে সাদা। বললাম চলো।

গিয়ে দেখি গাছ পাখিতে সাদা নয় কালো হয়ে আছে, বক আছে তবে বকের থেকে বেশি আছে পানকৌড়ি। বকও অনেক এসেছিলো সন্ধ্যার পর। গোধূলীতে পানকৌড়ির বাড়ি ফেরা। গাছ ভর্তি পানকৌড়ি। বিশ্রামরত বক আলোর বিপরীতে তোলা ছবি।

ডানায় জলের গন্ধ মুছে ফেলা.. শিকারের অপেক্ষায় বক। পাখিদের নীড়ে ফেরা। পাখিদের নীড়। সন্ধ্যার পরে তোলাছবি কম আলোতে, গাছে সাদাবকের ঝাঁক। পাখিদের ভিডিওঃ পানকৌড়ি ছবিগুলো জুমকরে তোলা।

খারাপ কোয়ালিটির ছবির জন্য দুঃখিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.