আমাদের কথা খুঁজে নিন

   

গুগল সার্চে টিভি অনুষ্ঠানসূচি

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, টেলিভিশনের জনপ্রিয় পর্বগুলোর আগাম খবর জানাতে কাজ শুরু করেছে গুগল। এতে গুগল সার্চ থেকে জানা যাবে কখন কোন সিরিয়ালের পর্ব প্রচারিত হবে।
গুগলের সার্চ বক্সে কোনো টিভি শো সম্পর্কে জানতে শুধু সিরিয়াল বা সিজনটির নাম যেমন ‘ডেক্সটার’ লিখে সার্চ করলে কখন থেকে এটি শুরু হয়েছে, এর পর্বের সংখ্যা কত, কখন কোন পর্ব প্রচারিত হয়েছে এসব খবর জানা যাবে।
এছাড়া কোনো পর্বের খবর ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) সাইটের সাহায্যে তথ্য জানাবে গুগল। তাতে জানা যাবে, বিভিন্ন সিজনের থিম সং, কেন্দ্রীয় চরিত্র, কততম পর্ব-- এসব নিয়ে বিস্তারিত তথ্য।
নতুন এ সেবা টেলিভিশন ফ্যানদের চাহিদা পূরণ করবে বলে জানিয়েছে গুগল। এতে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিযোগিতা বাড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.