ভূমধ্যসাগরে ইতালি ও মাল্টার কাছে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।
গতকাল শুক্রবার দুই শতাধিক অভিবাসীদের নিয়ে ইতালির দ্বীপ লাম্পেডুসা থেকে ১২০ কিলোমিটার দূরে মাল্টা ও সিসিলির মাঝামাঝি স্থানে নৌকাটি ডুবে যায়।
এ পর্যন্ত ২০৩ জনকে উদ্ধার করেছে ইতালি ও মাল্টার কোস্ট গার্ড সদস্যরা ।
এ ব্যাপারে মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বলছেন, আফ্রিকার কাছে ইউরোপীয় জলসীমা সমাধিক্ষেত্রে পরিণত হয়েছে।
উল্লেখ্য, এই নৌকাডুবির পর ইতালি ও মাল্টার উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে অন্ধকারের মধ্যেই উদ্ধারকাজ শুরু করে। নৌকায় করে ভ্রমণকারী ওই অভিবাসীদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।