শুক্রবার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধনের পর সুধী সমাবেশে আশরাফ মগবাজার সমন্বিত ফ্লাইওভার প্রকল্পের কথা উল্লেখ করে এ কথা বলেন।
তিনি বলেন, “মগবাজার ফ্লাইওভার আগামী বছর উদ্বোধন হবে। তিনি (শেখ হাসিনা) তখনও নির্বাচিত প্রধানমন্ত্রী থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী হিসাবেই ওই প্রকল্পের উদ্বোধন করবেন বলে আমি আশা করছি।”
ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকালে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। এই সময়ে সরকারে থাকবে আওয়ামী লীগ এবং সংসদও বহাল থাকবে।
দলীয় সরকার এবং সংসদ বহাল রেখে নির্বাচনে না যাওয়ার হুমকি রয়েছে বিএনপির। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নির্বাচনের দিন গণনার শুরুতে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।