আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। মাঝে প্রায় ছয়টা মাস কোন ক্যাম্পে যেতে পারি নাই।
ডাক্তার নিজেই যে রোগী হয়ে বিছানায় ছিল। এর ভিতর আমাকে ফেলে সবাই দুই দুইটা ক্যাম্পও করে ফেলেছে। তাই এবার আর যাব না বলেও না গিয়ে থাকতে পারলাম না। ক্যাম্প হিসাবে আমি কারো পিছনে পরে থাকতে রাজি না।
ক্যাম্প ছিল আখাউরা তে।
আমাদের জুনিয়ার ডাক্তার ডা. হাসান এই ক্যাম্পের উদ্দোক্তা। চলুন যাই আমাদের ফ্রি ডেন্টাল ক্যাম্পে।
ভোর ৫টায় হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে রেডি হয়ে যাএা শুরু করলাম আমরা সবাই। সবাই মানে ২৩ জন সহযাএী ছিল আমাদের। আমরা সেই পুরনো জায়গায় শেওড়া রেলগেটে কাঁপতে কাঁপতে জমা হলাম।
দুইটা হাইএস গাড়ি থাকার কথা থাকলেও গাড়ি দুটো তখনো পৌছায়নি। কি আর করা দাড়িয়ে দাড়িয়ে কাঁপতে থাকলাম।
ছটার দিকে যাএা শুরু হলো। মানুষরে ধরে ভুতে, আমাদের ধরছে শীতে।
রাস্তায় নাস্তা খেলাম পেট ভরে।
যেতে লাগবে প্রায় ৪ ঘন্টা।
ডা. সাফকাত হাত গরম করছে।
এটা তো পুরান ছবি। মানে সব ক্যাম্পের কমন ছবি। ওয়ার্ক ডিসট্রিবিুউশন চলছে।
আমরা খুব বেশি পেসেন্ট আশা করি নাই। খুব বেশি পেসেন্ট হয়ও নাই। মোটা মোটি ৩০০+ পেসেন্ট হইছে। ২টার ভিতর রোগী দেখা শেষ।
আপাতত খাওয়া দাওয়ার কোন পিক নাই আমার কাছে।
পরে এড করে দিব।
খাওয়া দাওয়ার পর গ্রাম দেখা, পাখি শিকার, চা পান, আমার লুলামি , পুলাপানের বাদরামী ইত্যাদি ইত্যাদি ....
নায়ক ডা.সাগর খানের স্টাইল, "মিথি, তুমি কোথায়?..."
গ্যাংনাম স্টাইল... আলভি, তপু ও সজিব ....
দেবদাস স্টাইল ...
ডা.ছোটনের সাথে আমি...
বক্তব্য রাখছেন জনপ্রিয় ( ) ব্লগার "সেচ্ছাসেবক" ... তালিয়া ....
বক্তব্য রাখছেন ডা.ছোটন ভাই
গুডবাই আখাউরা ... বিদায় ... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।