আমাদের কথা খুঁজে নিন

   

বড়লেখা মাদ্রাসায় দু'গ্রুপে সংঘর্ষে আহত- ১০

মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী চান্দগ্রাম এ ইউ সিনিয়র ফাযিল মাদ্রাসায় আজ দুপুরে তালামীযে ইসলামিয়ার দু'গ্রুপের সংঘর্ষে  ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে এক গ্রুপ ক্লাসে প্রবেশ করে ৩ ক্লাসের নির্বাচনী পরীক্ষা পণ্ড করে উত্তরপত্র ছিঁড়ে ফেলে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আহমদকে  ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুুপুর ১২টায় তালামীযে ইসলামিয়ার দু'গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে নারী সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে মাদ্রাসার ভিপি তালামীয নেতা ফাযিল ২য় বর্ষের ছাত্র জাবের আহমদের প্রেমের সম্পর্ক নিয়ে দু'টি গ্রুপে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
 
 
ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে  ফাযিলের ছাত্র আবু সাঈদ, ইকবাল হোসেন, জাবের আহমদ, আলিমের শিমুল আহমদ, নাঈম আহমদ, দাখিলের টেস্ট পরীক্ষার্থী রুয়েল আহমদসহ  ১০ জন আহত হন। পরে জাবের গ্রুপের কর্মীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আহমদকে  তার কক্ষে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ।

 
 
এ সময় হামলাকারীরা মাদ্রাসায় চলতি সমাপণী, জেডিসি ও দাখিলের নির্বাচনী পরীক্ষার্থীদের হলরুমে ঢুকে উত্তরপত্র ছিঁড়ে ফেলে এবং ডেস্ক ও বেঞ্চ ভাংচুর করে। খবর পেয়ে থানা পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। তন্মধ্যে গুরুতর আহতাবস্থায় জাবের আহমদ ও আবু সাঈদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায়  বিকেল ৩টায় মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জরুরী বৈঠকে বসেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।