গত বছরের ২৪ নভেম্বর এই তুবা গ্রুপের তাজরিন গার্মেন্টেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন-বোনাসের দাবিতে শনিবার সকল থেকে হোসেন মার্কেটে তুবা গ্রুপের একটি অফিসে কয়েকশ’ শ্রমিক অবস্থান নিয়ে তাজরিনের মালিক তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দোলোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রেখেছে।
তুবা গ্রুপের অন্তত পাঁচটি পোশাক কারখানা রয়েছে, যেখানে কয়েক হাজার শ্রমিক কাজ করেন।
উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার চেষ্টা করলেও দেলোয়ার হোসেন শ্রমিকদের ঈদের আগে বেতন দিতে পারবেন না বলে পুলিশকে জানিয়েছেন।
এ কারণে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানান মো. নূর আলম।
রাত পৌনে ১০টার দিকে আবারো নূর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কথা চলছে। তবে শ্রমিকরা এখনো তাজরিনের মালিককে অবরুদ্ধ করে রেখেছেন।
এর আগে সন্ধ্যায় তাজরিনের মালিক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই আমাকে শ্রমিকরা ঘিরে ধরেছে। আমি সকাল থেকেই বিপদে আছি; তাই এখন কথা বলতে পারছি না। ”
গুলশান জোনের ডিসি লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুবা গ্রুপের বিভিন্ন গার্মেন্টের অন্তত হাজার খানেক শ্রমিকের তিন মাসের বেতন ও বোনাস বাকি রয়েছে।
“তার গত কয়েকমাস ধরেই বেতন দাবি করে আসছিলেন। তবে মালিকপক্ষ তা আমলে নিচ্ছিল না। ”
এদিকে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের কাছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল- শ্রমিকদের পাওনা আদায়ে তারা কোনো উদ্যোগ নিয়েছেন কি না।
জবাবে তিনি বলেন, “আমি তার সঙ্গে সন্ধ্যায় কথা বলেছি। তাকে বলেছি যেকোনো উপায়ে হোক শ্রমিকদের পাওনা পরিশোধ করতে।
প্রয়োজনে জমি বিক্রি বা অন্য কোনো কিছু বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে নির্দেশ দিয়েছি। আমরা চাই শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাক। ”
বিজিএমইএর এ ধরনের কোনো তহবিল নেই বলে তারা কোনো সহযোগিতা করতে পারছেন না বলে জানান তিনি।
গত বছরের ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।