আমাদের কথা খুঁজে নিন

   

উৎসাহ-উদ্দীপনায় কুমারী পূজা অনুষ্ঠিত

ভক্তদের বিনম্র শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনায় গতকাল রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ মহাঅষ্টমী বা কুমারীপূজা। বরাবরের মতো এবারও ঢাকার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কুমারীপূজা। এদিন সাড়ে পাঁচ বছরের শিশু আদৃতা চৌধুরীকে 'কুমারী' বেশে সাজানো হয়। পূজা দেখতে সেখানে সকাল থেকেই সব বয়সী নারী-পুরুষের ঢল নামে। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবে আজ অনুষ্ঠিত হবে মহানবমী।

আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব।

রামকৃষ্ণ মিশনে গতকাল ভোর থেকেইভক্তদের ভিড় বাড়তে থাকে। ৮টা বাজতেই শুরু হয় উলুধ্বনি। এর সঙ্গে শঙ্খ ও ঢাকের বাদ্যি। সুন্দর সাজে সজ্জিত মঞ্চে পুরোহিতরা মন্ত্রপাঠ করছিলেন।

বিশাল শামিয়ানার নিচে আগত দর্শক ও ভক্তকুল যখন কুমারী মায়ের দর্শনের অপেক্ষায় উন্মুখ সে সময় বিভিন্ন ভক্তিমূলক গানে তাদের হৃদয় নম্র হয়ে এসেছিল। সবার উন্মুখ দৃষ্টি তখন মঞ্চে আবদ্ধ। অপেক্ষা চলছিল কুমারী মাতার। ঘড়ির কাঁটা বেলা ১১টায় যেতেই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যস্ততা। মুহূর্তেই সবার মধ্যে শুরু হয় হৈ-হুল্লোড়।

'মা'-কে তখন মঞ্চে নিয়ে আসা হচ্ছে। সাড়ে পাঁচ বছরের শিশু আদৃতা চৌধুরীকে কুমারীবেশে মঞ্চে নিয়ে আসা হয়। এ সময় নারীরা উলুধ্বনি দিতে থাকেন। আর এর মধ্য দিয়েই লাল টুকটুক বেনারসী শাড়িতে আদৃতা দেবীরূপে মণ্ডপে অধিষ্ঠিত হয়। তার চেহারার কোমলতা ও স্নিগ্ধতায় ফুটে উঠেছিল দুর্গার আদল।

কুমারী শাস্ত্রে তার নাম দেওয়া হয়েছে উমা। আদৃতার বাড়ি মুন্সীগঞ্জে। তার বাবা ব্যবসায়ী মলয়কান্তি চৌধুরী। মা গৃহিণী মুক্তা চৌধুরী। আদৃতার জন্ম ২০০৮ সালের ৭ মার্চ।

সে ঢাকার আর কে মিশন রোডের গ্রিনবার্ড নার্সারি স্কুলের ছাত্রী।

সন্ধ্যায় রামকৃষ্ণ মিশনে সন্ধিপূজা ও আরতি অনুষ্ঠিত হয়। এ ছাড়া গতকাল ঢাকেশ্বরী মন্দিরের মেলাপ্রাঙ্গণে মহাভোগ প্রসাদ বিতরণ করা হয়। রাজধানীর লক্ষ্মীবাজার, তাঁতীবাজার, স্বামীবাগ, রমনা, জগন্নাথ হল এলাকায় এদিন কুমারীপূজা উপলক্ষে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।