আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোনের বাজারদর আপডেটঃ জুন (পর্ব৩: স্যামসাং এন্ড্রয়েড মোবাইল)

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   মোবাইল ফোনের দাম বেশ কয়েকমাস কমার পরে এখন আবার কিছুটা বাড়তির দিকে। তবে স্যামসাং এর নতুন মডেলগুলোর দাম কিছুটা কমেছে।

আসুন এই পর্বে দেখে নেই মোবাইল দোকানগুলোতে স্যামসাং এর এন্ড্রয়েড মোবাইল সেটগুলোর এই মুহূর্তের দামদর। স্যামসাং গালাক্সি স্টার - ৭,৯০০টাকা স্যামসাং গালাক্সি নিও- ১০,৫০০টাকা স্যামসাং গালাক্সি ইয়ং- ১৩,৯০০টাকা স্যামসাং গালাক্সি এস ডুয়স - ১৭,৯০০ টাকা স্যামসাং গালাক্সি গ্র্যান্ড- ২৭,০০০টাকা স্যামসাং গালাক্সি এস৩ মিনি - ২৮,০০০ টাকা স্যামসাং গালাক্সি এস২ - ২৮,০০০ টাকা স্যামসাং গালাক্সি এস২ প্লাস - ২৯,০০০ টাকা স্যামসাং গালাক্সি এস৩ - ৩৬,৭০০টাকা স্যামসাং গালাক্সি নোট২ - ৪৪,০০০টাকা স্যামসাং গালাক্সি এস৪-৫০,০০০টাকা *দোকান ও স্থানভেদে দামের তারতম্য হতে পারে। *গ্যালাক্সি ট্যাব এবং নোট ট্যাবের মুল্য ট্যাব বিষয়ক পর্বে দেওয়া হবে। এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.