আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস।
*প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধু
বিতর্কিত 'বিএনএফ' কে নিবন্ধন দেয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। উদ্যোক্তারা দাবী করছেন এটি শহীদ জিয়ার আদর্শে গড়া দল। আবার প্রতীক হিসেবে তারা 'ধানগাছ' অথবা 'গমের শীষ' চেয়েছেন। জানিনা, নির্বাচন কমিশন হঠাৎ গজিয়ে ওঠা এ দলটির ব্যপারে কি সিদ্ধান্ত নিবেন। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি এই দলটিকে নিবন্ধন দেয়া হয় আর প্রতীক হিসেবে 'ধানগাছ' অথবা 'গমের শীষ' দেয়া হয় তবে আমিও 'আওয়ামী মুসলিম লীগ' নামে বঙ্গবন্ধুর আদর্শে একটি দল প্রতিষ্ঠা করবো আর প্রতীক হিসেবে পালতোলা নৌকা অথবা ট্রলার চাইবো।
একসময়ের বিলুপ্ত হয়ে যাওয়া 'বিএনএফ' যদি পুনরায় নিবন্ধন পায় তাহলে একসময়ের বিলুপ্ত হয়ে যাওয়া 'আওয়ামী মুসলিম লীগ' কেন নিবন্ধন পাবে না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।