আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুপ্রতীম দেশের প্রেমময় (!!!!) আচরণ। হায়েনা বিএসএফ’র অনুপ্রবেশ: হামলায় তিন বাংলাদেশী আহত



বাংলাদেশের ভুখণ্ডে ঢুকে নিরীহ গ্রামবাসীর ওপর অতর্কিত হামলা ও মারপিট করে দুই নারীসহ এক বৃদ্ধকে আহত করেছে ভারতীয় হায়েনা বর্বর বিএসএফ। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আফরোজা (৩৩), তার বাবা বজলুর রহমান (৬০) এবং শাশুড়ি মজিরনকে (৬২)। বালারহাট বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ীর আর্ন্তজাতিক পিলার ৯৩৪ এর কাছে খলিশা কোটাল সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারীরা গরু হস্তান্তর করছিলেন। এ সময় বিএসএফ তাদের তাড়া করে বাংলাদেশের খলিশাকোঠাল গ্রামে ১৫০ গজ ভেতরে আফরোজার বাড়িতে ঢুকে পড়ে।

এ সময় চোরাকারবারীদের ধরতে না পেরে বাড়িতে থাকা আফরোজা, বজলুর রহমান এবং শাশুড়ি মজিরনকে বেধড়ক মারাপিট করে। তাদের চিৎকারে স্থানীয়রা আসলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। অপরদিকে, একইস্থানে শুক্রবার ভোররাতে বিএসএফ’র রাবার বুলেটের আঘাতে ভারতীয় কিশামত করলা গ্রামের গরু চোরাকারবারী গজেন (৩০) আহত হন। এলাকাবাসী জানায়, আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৪ ও ৯৩৫ এর মাঝখানে কোনো কাঁটাতারের বেড়া না থাকায় গরু চোরাকারবারীরা খুব সহজেই এই পথে গরু চোরাচালান করে যা পবিত্র ঈদুল আযহাকে ঘিরে ব্যাপক আকার ধারণ করেছে। তাদের তাড়া দিতে বিএসএফ বাংলাদেশে এসে নিরাপরাধ ব্যক্তিদের ওপর হামলা চালায়।

কুড়িগ্রাম ৪৫ বিজিবির বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার জাকির হোসেন জানান, ঘটনার সময় টহলরত বিজিবি সেখান থেকে ৪০০ গজ দূরে ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।