আমাদের কথা খুঁজে নিন

   

দশমীতে তারকারা

দেবাশীষ বিশ্বাস
পরিচালক
পূজা মানেই আনন্দের ধুম। পূজা উপলক্ষে প্রস্তুতির কমতি নেই। পূজার দিনগুলোতে পরিবারকে সময় দিই। মায়ের হাতের নিরামিষ রান্নার কোনো তুলনা হয় না। সপ্তমীতে অঞ্জলি দিয়ে মায়ের হাতের রান্না খেয়ে বের হলাম বন্ধুদের নিয়ে।

ঢাকেশ্বরী, ঢাকা বিশ্ববিদ্যালয় , কলাবাগান ও আশপাশের পূজাম-পগুলো ঘুরে দেখলাম। এর মধ্যে আবার ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মুক্তির দিন এগিয়ে আসছে। অফিস খোলা। বন্ধু, সহকর্মীরা সবাই অফিসে আসছে। অফিসে বসেই পূজার শুভেচ্ছা বিনিময় করছি।

অষ্টমীর দিন ঘুরে এলাম বনানী পূজাম-পে। নবমীতে গিয়েছিলাম পুরান ঢাকা। পুরান ঢাকাতে এলে টের পাওয়া যায় দুর্গোৎসবের আসল আমেজ। বিজয়া দশমী ঘরেই উদযাপন করছি।
 

কুমার বিশ্বজিৎ
কণ্ঠশিল্পী
পূজায় সপ্তমী, অষ্টমী ঘরে কাটালাম।

স্ত্রী, সন্তানদের সঙ্গে ছিলাম। নবমীর ভোরে সপরিবারে চলে গেলাম টাঙ্গাইলের মির্জাপুরে। সেখানে কুমুদিনী ট্রাস্টের পূজাম-পে সারাদিন কাটিয়ে এলাম। দশমী কাটছে ঘরে। ২০১৪ সালে ভালোবাসা দিবস উপলক্ষে আমার একটি অ্যালবাম আসবে।

এ মুহূর্তে গান বাছাই, সুরারোপের কাজ চলছে। শ্রোতাদের কাছে এবার একটু ভিন্ন রূপে হাজির হতে চাই।
 

বিদ্যা সিনহা মিম
মডেল, অভিনেত্রী
এবারের পূজা একটু অন্যভাবে কাটছে। প্রথমবারের মতো ঢাকাতে পূজা করছি। প্রতিবার রাজশাহীর মামাবাড়িতে যাই।

এবার শুটিংয়ের ব্যস্ততায় যাওয়া হল না। তবুও দুর্গোৎসবে আনন্দের কমতি নাই। সপরিবারে বেরিয়ে পড়েছি পূজা দেখতে। সপ্তমীতে বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পূজা দেখেছি। অষ্টমীতে ধানম-ি ও মিরপুর এলাকা ও নবমীতে পুরান ঢাকার পূজা দেখেছি।

পূজার আনন্দে সাধারণের কাতারে মিশে গিয়েছিলাম। দশমীতে সপরিবারে কাতার যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের ঈদ আয়োজনের একটি কনসার্টে পারফর্ম করব।
 
 
জ্যোতিকা জ্যোতি
অভিনেত্রী
পূজার সপ্তমী, অষ্টমী কেটেছে মানিকগঞ্জ ও টাঙ্গাইলে। ইউনিলিভারের একটি ক্যাম্পেইনের কারণে ঘুরে বেড়িয়েছি শহর দুটির আনাচে-কানাচে।

সে সূত্রে অনেকগুলো পূজাম-পেও ঘুরে এলাম। কজন ভক্তও মিলেছে সেখানে। তাদের বদৌলতে পূজার আনন্দ দ্বিগুণ হয়েছে। অষ্টমীর রাতেই মায়ের তাড়া-- কবে বাড়ি যাব। মায়ের ডাকে চলে গেলাম ময়মনসিংহের দিদিবাড়ি।

শহরের আঠারবাড়ি দুর্গাম-পে অঞ্জলি দিলাম। সারাবেলা আত্মীয়দের সঙ্গে হৈ-হুল্লোড় করেছি। ঘুরে বেড়িয়েছি শহরজুড়ে। দশমীর বিসর্জনেও দারুণ মজা হবে। ট্রাকে চড়ে ব্রহ্মপুত্রের ঘাটে যাব।

সেখানে সবার সঙ্গে বিসর্জনের আনন্দে মেতে উঠব। পরদিন আবার ঢাকায়,  চিরাচরিত জীবনে ফিরে আসব।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.