নিজস্ব প্রতিবেদক
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে দেশের হিন্দুধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। ভক্তরা চোখের জলে দেবীকে বিদায় জানান। সনাতনধর্মাবলম্বীদের বিশ্বাস- বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে তার স্বামীর ঘরে ফিরে যান। বিজয়া দশমী উপলক্ষে গতকাল সারা দেশে ছিল সরকারি ছুটি। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকালে বঙ্গভবনে হিন্দুধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
বেলা ২টার দিকে কেন্দ্রীয়ভাবে বিজয়া দশমীর শোভাযাত্রা বের হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে বিজয়া দশমীর বৃহৎ শোভাযাত্রা বের করা হয়। এর আগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিসর্জনের জন্য শোভাযাত্রা এসে পলাশী মোড়ে জড়ো হয়। পলাশী মোড় থেকে শহীদ মিনার, হাইকোর্ট মাজার, ইংলিশ রোড, জনসন রোড দিয়ে শোভাযাত্রাটি ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হয়। ভক্তরা এরপর দেবী দুর্গা ও অন্যান্য দেবদেবীর বিসর্জন দেন।
এর আগে সকাল পৌনে ১০টায় বিভিন্ন পূজামণ্ডপে দশমীবিহিত পূজা ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল নামে। চলে ঢাক, শঙ্খধ্বনি, টানা মন্ত্রপাঠ ও উলুধ্বনি। ধান, দূর্বাঘাস, মিষ্টি ও আবির দিয়ে দেবীর বিদায়ের আয়োজন করা হয়। মহানগর সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এ বছর সারা দেশে প্রায় ২৮ হাজার ও ঢাকা মহানগরে ২১২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি ও তার সহধর্মিণী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি গৌরবোজ্জ্বল সাম্প্রদায়িক ধারা এবং সম্প্রীতির বন্ধন আরও মজবুত করার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।