আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

বাগধারা - বাগবিধির প্রয়োগ

অক্কা পাওয়া (মারা যাওয়া)- প্রায় বছরখানেক ভুগে কাল রাতে সৈয়দ সাহেব অক্কা পেয়েছেন।

অতিদর্পে হত লঙ্কা (বেশি অহংকারে পতন)- লোকটি কালো টাকার জোরে কাউকে পাত্তাই দিত না; এখন কেমন ফল ফলল, একেই বলে অতিদর্পে হত লঙ্কা।

অন্ধের যষ্টি (একমাত্র অবলম্বন)- বৃদ্ধা জননীর অন্ধের যষ্টি পুত্রটি অকালে প্রাণ হারাল।

অগস্ত্য যাত্রা (শেষ প্রস্থান)- শ্বশুরের সঙ্গে ঝগড়া করে জামাতা একেবারে অগস্ত্য যাত্রা করল।

অষ্টবজ সম্মিলন (প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ)- মাওলানা আকরম খাঁর সভাপতিত্বে বাংলা সাহিত্যের অষ্টবজ সম্মিলন হয়েছিল।

অল্প বিদ্যা ভয়ঙ্করী (অল্প বিদ্যার গর্ব)- অল্প বিদ্যা ভয়ঙ্করী বলেই অর্বাচীন গফুর মিয়া বাংলাদেশের সেরা বৈজ্ঞানিক ড. কুদরত-ই-খুদার বৈজ্ঞানিকতত্ত্বের সমালোচনায় অগ্রসর হলো।

অগাধ জলের মাছ (অত্যন্ত কৌশলী)- কথাবার্তায় সাদাসিধে হলেও লোকটি অগাধ জলের মাছ, ওর প্রকৃত পরিচয় পেতে একটু দেরি হবে।

অর্ধচন্দ্র দান (গলাধাক্কা দেওয়া)- চোরটার মায়াকান্নায় কর্ণপাত করো না, বেশ করে অর্ধচন্দ্র দান করে বিদায় কর।

অগি্নশর্মা হওয়া (অত্যন্ত রাগান্বিত হওয়া)- সাহেব বড় বদমেজাজি, তার কথার ওপর কথা বলতেই অগি্নশর্মা হয়ে উঠলেন।

অন্তরটিপুনী (মর্মপীড়াদায়ক)- তোমার কথা শুনলে গা জ্বালা করে, তুমি প্রত্যেক কথাতেই অন্তরটিপুনী দিতে ওস্তাদ।

অগি্নপরীক্ষা (চরম পরীক্ষা)- বাঙালি জাতি একাত্তর সালে চরম অগি্নপরীক্ষায় জয়লাভ করেছে।

অকূলে কূল পাওয়া (নিরুপায় অবস্থা হতে উদ্ধার পাওয়া)- এই ঘোরতর দুর্দিনে তোমার সাহায্য পেয়ে যেন অকূলে কূল পেলাম।

অনুরোধে ঢেঁকি গেলা (অসম্ভব কাজ সম্পাদন করা)- কাজটা খুবই কঠিন, তারপরও অধ্যক্ষের অনুরোধে ঢেঁকি গিলতে হচ্ছে।

অলক্ষ্মীর দশা (দারিদ্র্য)- পিতা, পুত্রের বাড়িতে গিয়ে দেখেন যে, তার পুত্র অলক্ষ্মীর দশায় পতিত হয়েছে।

অন্ধকার দেখা (বিপদে পড়ে ভয় ও ভাবনায় আকুল হওয়া)- পিতৃমাতৃহীন আকবর দেনার দায়ে গৃহহীন হয়ে দুই চোখে অন্ধকার দেখতে লাগল।

অন্ধকারে থাকা (কোনো বিষয়ে অনভিজ্ঞ থাকা)- আমি তো সব সময়ই অন্ধকারে থাকলাম, অথচ কী দোষে আমাকে দোষী করছ, ভাই?

অকালকুসুম (অসম্ভব জিনিস)- অকালকুসুম আশা করো না, তাতে তোমার দুঃখই বাড়বে।

অকালপক্ব (ইঁচড়ে পাকা)- এমন অকালপক্ব ছেলেকে যে সবাই অপছন্দ করবে সেটাই তো স্বাভাবিক।

অকূল পাথার (সীমাহীন বিপদ/মহাসংকট)- অকূল পাথরে পড়েছি ভাই, কী করে উদ্ধার পাব জানি না।

অকূলে ভাসা (ভীষণ সংকটে পড়ে দিশাহারা হওয়া)- স্বামী-পুত্র হারিয়ে মেয়েটি অকূলে ভাসছে।

অক্ষয়ভাণ্ডার (যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না)- তার কি অক্ষয়ভাণ্ডার আছে যে রাজাসুদ্ধ লোককে চিরদিন খাওয়াবে?

-শিক্ষা ডেস্ক

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.